Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৌরঝড়ের পূর্বাভাস দিতে নতুন উদ্যোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ১২:০৭ এএম

সৌরঝড় সম্পর্কে আরও জানতে এবং সময় মতো তার পূর্বাভাস দিতে উদ্যোগ নিচ্ছেন জার্মানির বিজ্ঞানীরা। সূর্যই আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র। মহাজাগতিক এই বস্তুর মধ্যে তুমুল আলোড়ন চলে। গোটা মানবজাতি সারা বছর যত পরিমাণ জ্বালানি ব্যবহার করে, সেকেন্ডের ভগ্নাংশে সূর্যের মধ্যে একই পরিমাণ জ্বালানি সৃষ্টি হয়। আকার-আয়তনের তুলনায় সূর্যের কাছে পৃথিবী অত্যন্ত ক্ষুদ্র। সূর্য থেকে বৈদ্যুতিক কণায় ভরা মেঘ বারবার মহাকাশে বেরিয়ে আসে। তার থাবা পৃথিবী পর্যন্ত পৌঁছতে পারে। এমন সৌরঝড়ের ফলে স্যাটেলাইটের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এমনকি ১৯৮৯ সালে বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্কও ক্ষতিগ্রস্ত হয়েছিল। জার্মান পদার্থবিদরা সংবেদনশীল প্রযুক্তির সুরক্ষার লক্ষ্যে সৌরঝড় সম্পর্কে পূর্বাভাস দিতে চান। সেই লক্ষ্যে তাদের আরও ভালোভাবে সূর্য পরীক্ষা করতে হবে। একাধিক স্যাটেলাইটের মধ্যেই সূর্য ও তার ঝড়ো বায়ুমন্ডলের অতি সূ² ছবি সরবরাহ করেছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ