Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

চট্টগ্রামে বর্ষবরণে নানা আয়োজন

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ১২:০৭ এএম

বন্দরনগরী চট্টগ্রামে বাংলা নববর্ষ বরণে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। প্রতিবারের মতো এবারও নগরীর প্রাণকেন্দ্র ডিসি হিলে বর্ষবরণের আয়োজন করেছে বাংলা নববর্ষ উদযাপন পরিষদ। সূর্যোদয়ের সাথে সাথে শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠান স্থলকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। গতকাল বিকেলে নিরাপত্তা মহড়ায় নগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম বলেন, উৎসবমুখর পরিবেশে নববর্ষ বরণে সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন। একই সময়ে নগরীর সিআরবি শিরীষতলায় বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বলীখেলার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকালে বর্ণাঢ্য র‌্যালি বের করবে। সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর সিজেকেএস জিমনেশিয়্যাম এলাকায় শুরু হয়েছে তিন দিনের বৈশাখী উৎসব। শিল্পকলা একাডেমী, চট্টগ্রাম প্রেস ক্লাব, শিশু একাডেমীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণে নেয়া হয়েছে বর্ণাঢ্য নানা আয়োজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে বর্ষবরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ