Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন কারবালা নিউজিল্যান্ড

উবায়দুর রহমান খান নদভী | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ১২:০৭ এএম

বর্তমান বিশ্বে শান্তির দেশ বলে খ্যাত নিউজিল্যান্ডে এক নির্মম ঘটনায় বিশ্বের মানুষ হতবাক। সন্ত্রাস, অশান্তি, সঙ্ঘাত, জুলুম ও যুদ্ধের বাতাবরণে পৃথিবী আজ অনেকটাই অশান্ত। গত ২০ বছরে বিশ্বব্যাপী অমুসলিমদের হাতে নানা অজুহাতে প্রায় দুই কোটি মুসলমান নিহত হয়েছেন বলে পশ্চিমাদের পরিসংখ্যানেই পাওয়া গেছে। যদিও প্রচারণার ক্ষেত্রে এগিয়ে থাকা গোষ্ঠী দুনিয়াজুড়ে প্রচার দিয়েছে, মুসলমানরাই সন্ত্রাসী।
নাইন-ইলেভেন থেকে শুরু হওয়া অপপ্রচার, সাজানো নাটক, পেন্টাগনের মোটা টাকায় ব্রিটিশ ফার্মের মিথ্যা ফুটেজ তৈরি করে মুসলমানের বদনাম করা, ওয়ার অন টেররিজম নামে ক্রুসেড পরিচালনা ইত্যাদি সবই পৃথিবী দেখেছে। দেখেছে গণতন্ত্রের নামে লিবিয়া, ইরাক তছনছ করে দেয়া। মিসরে সেনা শাসন এনে পরিবর্তনকামী মুসলিম যুবক, তরুণ ও রাজনৈতিক নেতৃত্বকে নির্মূল করে দেয়া।
গৃহযুদ্ধ ও সন্ত্রাস দমনের ছুতায় সিরিয়াকে যতভাবে পারা যায়, যতজনে পারা যায় বোমা বর্ষণ করে করে তামা করা হয়েছে। স্বাধীনতা রক্ষার আফগান জিহাদ শেষ হয়েও হতে পারল না। আগ্রাসী সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করে আবার পশ্চিমা শক্তির ভোল পাল্টে যাওয়ায় আফগান নাগরিকরাই গণ্য হলো সন্ত্রাসী বলে। পশ্চিমাদের তৈরি স্বাধীনতাকামী সমরশক্তি পরে হলো মহাসন্ত্রাসী।
ন্যাটো মিত্রবাহিনী বহু বছর পর তাদের সকল হিংস্রতা ও হত্যাযজ্ঞ শেষে এখন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থায় আছে। এরই মধ্যে পাকিস্তানে চেনা-অচেনা সন্ত্রাসীরা নিজেরা মরে এবং মেরে দেশটাকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।
শিয়াদের একতরফা সমর্থন দিয়ে পশ্চিমা পলিসি ইয়েমেন, সিরিয়ার প্রায় সব এলাকা আর বৃহত্তর ইরাককে ধ্বংস করে দিয়েছে। জানা নেই কাদের তৈরি আইএস গোটা মধ্যপ্রাচ্যে কেবল ইহুদি-খ্রিষ্টান-শিয়া ছাড়া শুধুই সুন্নি মুসলমানদের হত্যা করল। তাদের নাটের গুরুরা ছাড়া স্বাধীনতা ও মুক্তিকামী দেশি-বিদেশি যোদ্ধাদের এনে হত্যা করল। প্রকৃত জিহাদি কার্যক্রমের বদনাম করল। ইসলামের অন্যতম ফরজ জিহাদকে একটি গালিতে পরিণত করল।
ফিলিপাইনে, থাইল্যান্ডে মুসলমানদের মারা হলো। চীনের উইঘুর মুসলমানদের হত্যা ও নির্যাতন অবাধ গতিতে চলছে। ভারতজুড়ে মুসলমানদের ওপর উগ্রতার অভিশাপ জগদ্দল পাথরের মতো চেপে আছে। ৭০ বছর ধরে কাশ্মীর হয়ে আছে মুক্তিযুদ্ধের নয় মাসের বাংলাদেশ।
তাদের স্বাধীনতা আন্দোলন যদি বৈধ নাও হয়, তাহলে ভারতের উদারতা, গণতন্ত্র ও মানবিকতা কেন ব্যর্থ হয়ে গেল? দমন, নির্যাতন ছাড়া কি কাশ্মীর সমস্যা সমাধানের কোনো উপায় নেই। বাংলাদেশেও ৯২ ভাগ মুসলমানের ঈমানী দাবি উপেক্ষা করে গণবিরোধী মতাদর্শ চাপিয়ে দেয়ার নানা পাঁয়তারা অহরহই চলে। এককথায় গোটা বিশ্ব আজ ঝঞ্ঝাবিক্ষুব্ধ।
অশান্তিময় এ জগতে ঈমানদাররা বহু দুঃখ, কষ্ট, বেদনা ও বঞ্চনা নিয়েই দিন গুজরান করছে। তুলনামূলক মানবাধিকার ও শান্তির পরিবেশ ছিল নিউজিল্যান্ডে। এর আগে আমেরিকার নানা শহরে, অস্ট্রেলিয়ার বহু জায়গায়, এমনকি জার্মানি, লন্ডন, প্যারিসেও মুসলিম নারী-পুরুষরা তাদের পোশাক বা চলাফেরার ক্ষেত্রে বাধাগ্রস্ত, এমনকি হামলার শিকার হয়েছেন।
সবুজ-শ্যামল, বিস্তীর্ণ মাঠ ও অবারিত প্রকৃতির লীলাভ‚মি নিউজিল্যান্ড যখন শান্তির জন্য খ্যাতি কুড়িয়েছে তখন এ যুগের কুখ্যাত নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতবাদে বিশ্বাসী শ্বেতাঙ্গ প্রতিক্রিয়াশীল খ্রিষ্টান জঙ্গি (তার নাম আমাদের লেখায় আনব না। কেননা, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, এই মৌলবাদী, সন্ত্রাসী, জঙ্গি, কট্টরপন্থী, উগ্রবাদী, খুনির নাম আমরা উল্লেখ করতে চাই না। আমরা নাম নেব, যারা সেদিন জুমার নামাজ পড়া অবস্থায় শহীদ হয়েছেন।)
গত ১৫ মার্চ ২০১৯ জুমার নামাজ চলাকালে স্বেচ্ছায় স্বজ্ঞানে লাইভ ক্যামেরা চালু করে মসজিদের দরজায় দাঁড়িয়ে পাশবিক কায়দায় চরম নিষ্ঠুরতায় এক এক করে গুলি করে দুই মসজিদে মিলিয়ে ৫০ জন নামাজিকে শহীদ করে। মারাত্মক আহত হন ১১৭ জন। ভয়-আতঙ্কে ও হালকা ট্রমা আক্রান্ত হয়েছেন প্রায় সব মুসল্লি। নির্দোষ, নিরপরাধ, নিরীহ মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে শান্তির দেশ নিউজিল্যান্ডের পবিত্রতম স্থান মসজিদ।



 

Show all comments
  • জয়নাল হাজারি ১৪ এপ্রিল, ২০১৯, ২:৩৯ এএম says : 1
    এর কাছ থেকে সব জানতে হবে,সে কেনো এ রকম হত্যা করেছে?
    Total Reply(0) Reply
  • Richard Biswas ১৪ এপ্রিল, ২০১৯, ২:৩৯ এএম says : 1
    এই লোকটাকে সবার সম্মুখে ফাঁসি দেওয়া উচিত .যাতে আর কোনো খ্রিস্টান এই ধরণের কাজ না করে .এই লোকটা খ্রিষ্টানদের মধ্যে পরে না .কারণ যীশু বলেছে তোমাকে যদি কেউ একগালে চর দেয় তাহলে তুমি আরেকগাল পেতে দেও .মানুষকে ক্ষমা করতে শিখো ,আমি মানুষের মধ্যে আছি ,তুমি যদি মানুষকে আঘাত করো তাহলে ঈশ্বরকেই আঘাত করা হবে .এই লোকটা বর্ণবাদী তাই ওর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত .
    Total Reply(0) Reply
  • HanTa OriOn ১৪ এপ্রিল, ২০১৯, ২:৪১ এএম says : 1
    নিউজিল্যান্ডের অমুসলিম জনগন সত্যিই আমাদের লজ্জায় ফেলে দিয়েছে। অমুসলিম হয়েও তারা মুসলমানদের প্রতি যে সহমর্মিতা দেখাচ্ছে তা পৃথিবীর অনেক বড় বড় মুসলিম দেশও দেখায় না। ফিলিস্তিন সিরিয়ায় লক্ষ মুসলমানের লাশ পরে থাকলেও মুসলিম বিশ্বের বিবেক জাগে না। মুসলিম বিশ্বের শাসকদের মুখে পরোক্ষ ভাবে থুথু নিক্ষেপ করেছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।
    Total Reply(0) Reply
  • Md Mahamudul Hassan Pranto বাংলাদেশে ১৪ এপ্রিল, ২০১৯, ২:৪১ এএম says : 1
    অনেক হিন্দু এলাকায় হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। লুটপাট চালানো হয়।তা তাদের প্রতি সহমর্মিতা জানানোর জন্য কি আমাদের ঈমানদার ভাইয়েরা ধুতি,পিন্ডি,শাখা, সিঁদুর পড়তে রাজি আছেন???
    Total Reply(0) Reply
  • Minhazul Abedin Hridoy ১৪ এপ্রিল, ২০১৯, ২:৪২ এএম says : 1
    সাংবাদিক ভাইয়েরা আপনাদের উস্কানীমূলক খবর ছড়ানো ছাড়া আর কোন কাজ নেই? মুসলমানদের জংগী নাম টা আপনাদের মত সাংবাদিকদের উস্কানিমূলক খবরের কারনেই তো হয়েছে সিরিয়া আর ফিলিস্তিনে এত শিশু হত্যা করা হচ্ছে কই এসব নিয়ে তো একটা আংগুল নড়ালেন না!!!
    Total Reply(0) Reply
  • Md Sirajul Islam ১৪ এপ্রিল, ২০১৯, ২:৪২ এএম says : 1
    সভ্যতা শিখতে হলো নিউজিল্যান্ড বাসী থেকে শিখতে হবে।আর উগ্রবাদী শিখতে গেলে ভারতীয়দের কাছ থেকে শিখতে হবে।
    Total Reply(0) Reply
  • mahbubur rahman babu ১৪ এপ্রিল, ২০১৯, ৪:৫০ এএম says : 1
    abu baqar bagdadir is ke sristi korese duniar musalmander ke notun kore vabte hobe is er jonno ke beshi lavoban hoese obosoi poschima sokti ebong iran is er jonnoi iran iraqe tar somorthon kari militia bahini sristi korte perese
    Total Reply(0) Reply
  • Enamul Islam ১৪ এপ্রিল, ২০১৯, ৪:১৬ পিএম says : 1
    akdom thik kotha bolesen
    Total Reply(0) Reply
  • taijul Islam ২০ এপ্রিল, ২০১৯, ৩:১৩ পিএম says : 0
    নিউজিল্যান্ডের অমুসলিম জনগন সত্যিই আমাদের লজ্জায় ফেলে দিয়েছে। অমুসলিম হয়েও তারা মুসলমানদের প্রতি যে সহমর্মিতা দেখাচ্ছে তা পৃথিবীর অনেক বড় বড় মুসলিম দেশও দেখায় না। ফিলিস্তিন সিরিয়ায় লক্ষ মুসলমানের লাশ পরে থাকলেও মুসলিম বিশ্বের বিবেক জাগে না। মুসলিম বিশ্বের শাসকদের মুখে পরোক্ষ ভাবে থুথু নিক্ষেপ করেছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন