Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

আ.লীগ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার তালিকায় আরো অনেকে

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা
ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকার বিরোধিতা করেছেন, তাদেরকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমান। ইতোমধ্যেই দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী উপজেলা আ.লীগ নেতা শিবলী আহমদ বেগকে দলের সকল পর্যায় থেকে বহিষ্কারের ঘোষণা দেন তিনি। মতিউর রহমান আরো বলেন, দলের মনোনীত প্রার্থী ও নৌকার বিরোধিতা করে যারা বিদ্রোহী প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা করছেন তাদেরকে বহিষ্কার করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে যারা বিভ্রান্ত ছড়াচ্ছেন ও যারা নেতাকর্মীদের ধোঁকা দিচ্ছেন, তাদেরকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের অসুস্থতার সুযোগে উপজেলা আ.লীগের যে সকল নেতা বিদ্রোহী প্রার্থী শিবলীর পক্ষে সুরঞ্জিত সেনগুপ্তের সমর্থন রয়েছে বলে যে প্রচারণা করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। গত ২১ মে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়ন আ.লীগ আয়োজিত ২নং ওয়ার্ড কমিটির সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে ও মোস্তাক আহমদের পরিচালনায় নগদীপুর বাজারে অনুষ্ঠিত নৌকার নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। বক্তব্য রাখেন জেলা আ.লীগ নেতা অ্যাডভোকেট সফিকুল ইসলাম, অ্যাডভোকেট রতন, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, আ.লীগ নেতা মঞ্জুর আলম চৌধুরী, পৌর আ.লীগ নেতা সফিকুল ইসলাম, শিক্ষক নুরুল ইসলাম দানিছ, যুবলীগ নেতা মকসদ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান, সেবুল রেজা চৌধুরীসহ স্থানীয় নেত্রীবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন রশিদ লাভলু। উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে ৭নং জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শিবলী আহমদ বেগের সমর্থনে দিরাই উপজেলা আ.লীগের অফিস থেকে শোডাউনের মাধ্যমে মনোনয়ন দাখিল করা হয়। এ সময় তার সাথে ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ৬নং করিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আছাব উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও যুগ্ম-সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার মেয়র মো. মোশারফ মিয়াসহ অনেকেই। এ ঘটনার পর থেকেই বহিষ্কার আতঙ্কে রয়েছেন অনেকেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার তালিকায় আরো অনেকে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ