রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
এস,এম বাবুল (বাবর), লক্ষ্মীপুর থেকে
জেলার চারটি পৌরসভার মধ্যে তিনটি পৌরসভায় নির্বাচন গত বছরের ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তিনটি পৌরসভাতেই আ.লীগের প্রার্থীরা মেয়র পদে নির্বাচিত হন। যদিও প্রতিটি পৌরসভায় ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুনঃ নির্বাচনের দাবি করেছিলো বিএনপি দলীয় মেয়র প্রার্থীরা। আইনি জটিলতার কারণে সে সময় লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচন পিছিয়ে যাওয়ায় আগামীকাল ২৫ মে লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচনের দিন নির্ধারণ করেন নির্বাচন কমিশন। লক্ষ্মীপুরে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে প্রার্থী হয়েছেন জেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক দুইবারের মেয়র, আধুনিক লক্ষ্মীপুর পৌরসভার রূপকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ তাহের। অপরদিকে বিএনপি থেকে লক্ষ্মীপুর পৌরসভায় মেয়র পদে প্রার্থী হয়েছেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছোট ভাই জেলা যুবদলের সভাপতি আলহাজ রেজাউল করিম লিটন। আ.লীগের একজন অভিজ্ঞ ও প্রবীণ রাজনৈতিক নেতার বিপরীতে বিএনপির একজন নবীন প্রার্থী মনোনয়ন দেওয়াটা একটি ভুল সিদ্ধান্ত বলে মনে করেন সাধারণ নেতাকর্মীরা। পৌর নির্বাচনে নিয়ম রক্ষার জন্য বিএনপি প্রার্থী দিয়েছেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নয়, এমনটি মনে করছেন পৌরবাসী। বিএনপির এমন আত্মঘাতি সিদ্ধান্তের জন্য মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থীর জয় নিশ্চিত বলে মনে করেন সাধারণ ভোটাররা। লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচনে ১৫টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ৫৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর রয়েছেন ১১জন। ইতোমধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৩নং ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রিয়াজুল হাসান টিপু ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১০, ১১, ১২নং ওয়ার্ড থেকে মরিয়ম বেগম মনি ও ১৩, ১৪, ১৫নং ওয়ার্ড থেকে রাহিমা বেগম। আ.লীগের মেয়র প্রার্থী আলহাজ্ব মো. আবু তাহের ১৩টি ওয়ার্ডে সভা-সমাবেশ ও উঠান বৈঠক করে তার সময়কারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের তালিকা তুলে ধরছেন ভোটারদের কাছে। তিনি বলেন, লক্ষ্মীপুর পৌরসভার উন্নয়নে দিন-রাত নিরলসভাবে কাজ করেছি। ইতোমধ্যেই পৌরবাসীর আশা-আকাক্সক্ষার অনেকটাই পূরণ করতে সক্ষম হয়েছি। জনগণকে তাদের কাক্সিক্ষত সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে লক্ষ্মীপুর পৌর এলাকায় চলছে বিশাল উন্নয়ন কর্মযজ্ঞ। পৌর এলাকায় গত ৫ বছরে প্রায় ১২৫ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। আমাকে ভোট দিয়ে পুনরায় মেয়র নির্বাচিত করা হলে পৌরসভার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে সক্ষম হব বলে আশা রাখি। অপরদিকে গত রোববার দুপরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন সাবুর বাস ভবনে বিএনপি সমর্থীত মেয়র প্রার্থী রেজাউল করিম লিটন এক সংবাদ সম্মেলনে আ.লীগ সমর্থিত নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, যখনই তিনি প্রচারণায় গিয়েছেন তখনই বাধার মুখে পড়েছেন, তাকে গণসংযোগে বাধা দেয়া হয়েছে। লক্ষ্মীপুর পৌর নির্বাচনে বিএনপি প্রার্থী সমর্থক ও এজেন্টদের ভোটের আগে লক্ষ্মীপুর ছাড়ার নির্দেশ দিয়েছেন আ.লীগ সমর্থিত নৌকা প্রার্থী সমর্থকরা। অন্যথায় ভোটের আগের দিন রাতে দলের নেতাকর্মী ও বিএনপির এজেন্টদের বাড়িতে বাড়িতে হামলা চালিয়ে লক্ষ্মীপুর শহরকে রণক্ষেত্রে পরিণত করা হবে বলে অব্যাহত হুমকি দিচ্ছে তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।