Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে উপজেলায় নির্বাচিতদের শপথ

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৯, ২:২৪ পিএম

রাজশাহীর আট উপজেলায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় কমিশনার নূর- উর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

অন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, আয়েন উদ্দিন, আদিবা আনজুম মিতাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, বিএনপি নির্বাচনে আসলে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। তারপরেও নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। সরকার চেষ্টা করেছে সব দলকে নিয়ে নির্বাচন করতে।

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনগুলো হচ্ছে।

উল্লেখ্য, গত ১০ মার্চ প্রথম ধাপে রাজশাহীর এই আট উপজেলায় ভোটগ্রহণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শপথ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ