মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের বস্ত্র মন্ত্রী ও আমেথি আসন থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী স্মৃতি ইরানি নির্বাচন কমিশনকে জানিয়েছেন, তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেননি। মনোনয়নপত্র দাখিলের সময় বৃহস্পতিবার নির্বাচন কমিশনে দেয়া হলফনামা পেশ করেন তিনি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে আমেথি আসনে লড়ছেন স্মৃতি ইরানি। খবর ইকনোমিক টাইমস।
হলফ নামা মতে, ১৯৯১ সালে মাধ্যমিক পরীক্ষায় এবং ১৯৯৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন তিনি। ১৯৯৪ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওপেন লার্নিংয়ে ভর্তি হয়েও ৩ বছরের ব্যাচেলর অব কমার্স শেষ করতে পারেননি।
এর আগে ২০১৪ সালে নিজের হলফনামায় ১৯৯৪ সালে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পরীক্ষায় পাস করার কথা জানিয়েছিলেন তিনি। পরে তার এ দাবির সত্যতা নিয়ে বিতর্ক তৈরি হয়। বিরোধীরা দাবি করেছিল, তিনি স্নাতক শেষ করতে পারেননি।
চলতি বছরে তার ৪ কোটি ৭১ লাখ রুপির সম্পদের কথা উল্লেখ করা হয়েছে। হলফনামা অনুসারে, এক কোটি ৭৫ লাখ রুপির স্থাবর সম্পত্তির মালিক তিনি। তার মধ্যে ১ কোটি ৪৫ রুপির ভ‚মি ও দেড় কোটি রুপির আবাসিক ভবন রয়েছে। আর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে ৮৯ লাখ রুপি ছাড়াও নগদ ৬ কোটি ২৪ লাখ রুপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।