Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উনের সঙ্গে ফের বৈঠক করতে চান ট্রাম্প

নিষেধাজ্ঞা আরোপকারীদের জোরালো আঘাত হানার আহ্বান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে তৃতীয়বার বৈঠক করার বিষয়টি বিবেচনা করছেন। বৃহস্পতিবার ওভাল অফিসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গেরবৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন। ট্রাম্প বলেছেন, ‘এটা হতে পারে। তৃতীয় একটি সম্মেলন হতে পারে। এবং এটি হতে পারে ধাপে ধাপে। এটা দ্রুত কোনো প্রক্রিয়া নয়। আমি কখনো বলিনি এটা হবে না।’ তিনি বলেন, ‘আমরা উত্তর কোরিয়া ও কিম জং উনের সঙ্গে পরবর্তী সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা করব।’ গত বছরের মাঝামাঝি সিঙ্গাপুরে ট্রাম্প ও উনের মধ্যে প্রথম বৈঠকটি হয়। এরই ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের আলোচনার জন্য ভিয়েতনামের হ্যানয়ে দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিতীয় বৈঠক হয়। তবে কোনো সমঝোতা না হওয়ায় নির্ধারিত সময়ের আগেই বৈঠক থেকে বের হয়ে যান ট্রাম্প। উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা সহজ করা হবে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘কিছু মানবিক বিষয় নিয়ে’ এবং উত্তর কোরিয়াকে দক্ষিণ কোরিয়ার খাদ্য সহায়তা নিয়ে তিনি ও মুন আলোচনা করছেন। মুনকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনেরও সম্ভাবনার কথাও এসময় জানান ট্রাম্প। নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, ‘আমরা এটা সব সময় বাড়াতে পারব, তবে এই মুহূর্তে আমি তা করতে চাচ্ছি না।’ যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করছে তাদের ওপর জোরালো আঘাত হানা প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পর এই প্রথম উত্তর কোরিয়ার অবস্থান নিয়ে মুখ খুললেন উন। বুধবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে উনে বলেছেন, স্বাবলম্বী জাতীয় অর্থনীতি গড়তে তিনি প্রচেষ্টা দ্বিগুণ বাড়িয়ে দেবেন। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘যারা রক্তচক্ষু করে ভুল হিসেব কষছে যে নিষেধাজ্ঞার মাধ্যমে উত্তর কোরিয়াকে হাটুজোড় করা যাবে তাদেরকে জোরালো আঘাত হানতেই’ তিনি এটি করবেন। রয়টার্স জানিয়েছে, সা¤প্রতিক সপ্তাহগুলোতে নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা ক্ষীণ দেখার পরও অর্থনৈতিক উন্নয়নের ওপর জোর দিয়েছেন উন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে উনের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে যাতে তাকে পাঁচদিনে চারটি অর্থনৈতিক প্রকল্প পরিদর্শন করতে দেখা গেছে। বুধবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনায় নেতৃত্বদানকারী চৌ সুন হুইকে দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়া হয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ