Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেটফ্লিক্সের সিরিজে লেডি ডায়ানার ভূমিকায় এমা করিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

এমা করিন নেটফ্লিক্সের জনপ্রিয় ড্রামা সিরিজ ‘দ্য ক্রাউন’-এর চতুর্থ সিজনে প্রিন্সেস ডায়ানা স্পেন্সারের ভূমিকায় অভিনয় করবেন। সিরিজের স্রষ্টা পিটার মর্গান জানিয়েছেন ডায়ার ভূমিকায় অভিনয় করার জন্য বাহ্যিক নিষ্কলুষতা এবং জটিল অভিনয়ের দক্ষতা আছে করিনের। অভিনয়ে প্রায় নবাগত করিন এর আগে ব্রিটিশ ‘গ্র্যান্টচেস্টার’-এর (২০১৪) একটি পর্বে অভিনয় করেছিলেন। ‘দ্য ক্রাউন’ সিরিজে লেডি ডায়ানার ভূমিকায় অভিনয়ের সুযোগ পাবার অনুভূতিকে তিনি কল্পনার মত বলে বর্ণনা করে বলেন, “নেটফ্লিক্সের ‘দ্য ক্রাউন’ সিরিজের চতুর্থ সিজনে অভিনয়ের সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত ও সম্মানিত। প্রিন্সেস ডায়ানা ছিলেন একজন আইকন তার কাজ ও প্রভাব গভীরভাবে অনুপ্রেরণার উৎস হয়ে রয়ে গেছে। পিটার মর্গানের চিত্রনাট্যে তাকে আবিষ্কার করার সুযোগ পাওয়া এক অতুলনীয় প্রাপ্তি, আর আমি এর প্রতি সুবিচার করার আশা রাখি।” মর্গান বলেন, “এমা এক উজ্জ্বল প্রতিভা, লেডি ডায়না স্পেন্সারের ভূমিকায় নির্বাচিত হয়েই সে আমাদের মন জয় করে ফেলেছে।” রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্ব নিয়ে নির্মিত গোল্ডেন গেøাব বিজয়ী সিরিজটির প্রথম দুই সিজনে এলিজাবেথের ভূমিকায় অভিনয় করেছেন ক্লেয়ার ফয়। তৃতীয় সিজনে তার স্থলাভিষিক্ত হচ্ছে অস্কারজয়ী অলিভিয়া কোলম্যান। তৃতীয় মৌসুম এই বছরের শেষে শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমা করিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ