বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর মালিবাগ এলাকায় শুক্রবার ভোরে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশের এক এসআই নিহত হয়েছেন। নিহত ফরিদ আহাম্মেদ (৩৮) কাঁচপুর হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। এ ঘটনায় পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে বুধবার দিনগত রাত থেকে পিকআপভ্যানে দায়িত্ব পালন করছিলেন এসআই ফরিদ।শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব উপলক্ষে যানজটের সৃষ্টি হয়। এ সময় বন্দরের মালিবাগ ক্যাসেল এলাকায় যানজটে আটকে যাওয়া এক ট্রাকের চালক গাড়িতেই ঘুমিয়ে পড়েন। এতে যানজট আরও তীব্র আকার ধারণ করতে থাকে। পরে যানজট নিরসনে ফরিদ আহাম্মেদ পায়ে হেঁটে রাস্তা পার হয়ে ঘুমিয়ে পড়া ওই ট্রাকচালককে ডেকে তুলেন ও গাড়ি চালানোর জন্য অনুরোধ করেন।
একপর্যায়ে ওই ট্রাকচালক গাড়ি চালানো শুরু করলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান (এমকে এন্টারপ্রাইজ, ঢাকা মেট্টো-ট-১৮-৭০৪০) এসআই ফরিদ আহম্মেদকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত এসআই ফরিদ আহম্মেদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ঘেরারু এলাকায়। তার বাবার নাম মানিক জমাদ্দার।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাইয়ুম সরদার বলেন, শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর মালিবাগ এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করার সময় সড়ক দুর্ঘটনায় এসআই ফরিদ নিহত হয়েছেন।পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। তবে এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।