Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় ভুয়া চক্ষু চিকিৎসককে জরিমানা

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ৫:১৫ পিএম

মানুষের সংবেদনশীর যতগুলো অর্গান আছে তার মধ্যে চক্ষু একটি। যার চোখ নেই , তাঁর দুনিয়া অন্ধকার। অচল প্রায় জীবন। সেই চোখ পরীক্ষা- নিরীক্ষা করতে পাবনায় মাঝে মধ্যেই ক্যাম্পের আয়োজন করা হয়। শুভ উদ্যোগ । এই ক্যাম্পে যদি ভুয়া চক্ষু চিকিৎসক আসেন তাহলে ভয়াবহ ব্যাপার। পাবনার এই রকম এটি চক্ষু ক্যাম্প থেকে ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছেন প্রশাসন। জেলার চাটমোহর উপজেলার প্রত্যন্ত এলাকা বিল চলনের উত্তর সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ে মাত্র ৩০টাকা ভিজিটে চক্ষু ক্যাম্পের আয়োজন করে নাটোর গুরুদাসপুরের বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আনোয়ার হোসেন চক্ষু ও জেনারেল হাসপতাল। তারা রোগী দেখে অর্থ হাতিয়ে নেন। এরপর ধরা পড়ে ভুয়া চক্ষু চিকিৎসক মনজুরুল ইসলাম মাসুম।তাকে বৃহষ্পতিবার রাত ৯টার দিকে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ভুয়া চিকিৎককে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। উল্লেখ্য, গত ২ মাস আগে চাটমোহর উপজেলার নিকটবর্তী ভাঙ্গুড়া উপজেলা সদরের একটি ক্লিনিক থেকে মাসুদ করিম নামে এক ভূয়া চিকিৎসককে আটক করেছিল পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভুয়া চক্ষু চিকিৎসক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ