বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জমি ও হাওরের বাঁধ নিয়ে বিরোধের জের ধরে নেত্রকোনার মদনে দু’পক্ষের সংঘর্ষে বিবেক মিয়া (৩৫) নামক এক ব্যাক্তি নিহত ও কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা জেলার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের সামনের কান্দার হাওরে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আলমশ্রী গ্রামের সাবেক ইউপি সদস্য বেবুল মেম্বারের সাথে জমি জমা এবং হাওরের বাঁধ নির্মাণ নিয়ে একই গ্রামের কামরুল গংদের বিরোধ দেখা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে মামলা মোকাদ্দমা চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে বেবুল মেম্বার গ্রুপের লোকজন কান্দার হাওরে কাজ করতে গেলে কামরুল গ্রুপের লোকজন বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় বেবুল মেম্বার গ্রুপের বিবেক মিয়া নামক এক ব্যাক্তি নিহত এবং উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে মদন থানার পুলিশ ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত মানিক, জমশেদ ও ইকবালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদেরকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ মো. রমিজুল হকের সাথে যোগাযোগ করলে তিনি দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত থাকায় কামরুল গ্রুপের জাহাঙ্গীর (৪০) নামক একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।