Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিংড়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌনহয়রানী অভিযোগ

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ১২:৫২ এএম

নাটোরের সিংড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুলের গণিত শিক্ষক ফজলুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল বৃহস্পতিবার সকালে ওই স্কুলের ১৩জন শিক্ষার্থী এবং ১১জন অভিভাবক উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সিংড়া উপজেলা প্রশাসন পরিচালিত বিয়াম ল্যাবরেটরি স্কুলের গণিত বিভাগের শিক্ষক ফজলুর রহমান বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের তার কাছে প্রাইভেট পড়তে বাধ্য করেন। প্রাইভেট না পড়লে ব্যবহারিক খাতায় নম্বর না দেওয়াসহ শিক্ষার্থীদের হুমকি প্রদান করেন তিনি। এছাড়া প্রাইভেট পড়ানো অবস্থায় একাধিক শিক্ষার্থীর স্পর্শকাতর জায়গায় হাত দেওয়াসহ যৌন হয়রানি করেন।
অভিযোগে বলা হয়, রাতে ছাত্রীদের ফোন করে কুপ্রস্তাব দেন গণিত শিক্ষক ফজলুর রহমান। তার কুপ্রস্তাবে রাজি হলে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বেশি নম্বর দেওয়ার প্রতিশ্রæতি দেন তিনি। তিন পৃষ্ঠার এই অভিযোগ পত্রে অভিযুক্ত শিক্ষকের নামে মোট ১২টি অভিযোগ করে শিক্ষার্থীরা।
এছাড়া অভিযোগে বলা হয়, গত ৬ এপ্রিল গণিত পরীক্ষার প্রশ্ন তিনি তার কাছে প্রাইভেট পড়া ছাত্র-ছাত্রীদের কাছে ফাঁস করে দেন এবং পরীক্ষা চলাকালে দুর্ব্যবহার করেন। এই ঘটনার পর শিক্ষার্থীরা গত ৮ এপ্রিল প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দিতে চায়। পরে অভিযুক্ত শিক্ষক বিষয়টি টের পেয়ে বাংলা প্রথম পত্র পরীক্ষার দিন তার ব্যক্তিগত মোবাইল ফোন দিয়ে শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করেন। বিভিন্ন শিক্ষার্থীরা জানান, অভিযুক্ত শিক্ষকের হুমকির কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে দুঃচিন্তায় রয়েছে। এছাড়া এই শিক্ষকের ধারণ করা ভিডিও বখাটেদের দিয়ে ছাত্রীদের সম্মানহানী করারও আশঙ্কা করছেন তারা। অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে দ্রæত অপসার এবং শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হলে ফেনির মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফির মত পরিণতি হতে পারে বলেও আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে অভিযুক্ত গণিত শিক্ষক ফজলুর রহমান তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি আসলে ষড়যন্ত্রের শিকার। শিক্ষার্থীরা তার মেয়ের মত যৌন হয়রানীর কোন প্রশ্নই আসে না। স্কুলের একটি পক্ষ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করছে।
বিষয়ে ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল আজিজুর রহমান মুঠোফোনে বলেন, তিনি অফিসিয়াল কাজে দুদিন থেকে ঢাকায় রয়েছেন। ঢাকা থেকে ফিরে বিষয়টি নিয়ে তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।
বিষয়ে ল্যাবরেটরি স্কুলের সভাপতি ও সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, তার দপ্তরে ওই শিক্ষককের বিরুদ্ধে কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক স্বাক্ষরিত একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যৌনহয়রানী অভিযোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ