Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবির নতুন কোষাধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলাম

শাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ১২:৫২ এএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। 

গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্টের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত নিয়োগ প্রদান বিষয়ক এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ও বিশ^বিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ এর আদেশক্রমে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় আইন অনুযায়ী আগামী ৪ বছরের জন্য বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়।
এদিকে বিকাল ৩টায় বিশ^বিদ্যালয়ের ৬ষ্ঠ কোষাধ্যক্ষ হিসেবে নিজ কর্মস্থলে যোগদান করেন তিনি। এসময় নিজকর্মস্থলে যোগদানকালে বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ তাকে ফুল দিলে শুভেচ্ছা জানান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাবির নতুন কোষাধ্যক্ষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ