Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানেও ব্যস্ত কুমাররা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) থেকে ইসমাইল খন্দকার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

পহেলা বৈশাখ সামনে রেখে সিরাজদিখান উপজেলার পালপাড়ায় কুমাররা ব্যস্ত সময় কাটাচ্ছে। সারা বছর অনেকটা অলস সময় কাটালেও বৈশাখে সরব হয়ে উঠে উপজেলার পালপাড়া গুলো। বিভিন্ন ধরনের মাটির খেলনা তৈরীতে এক রকম ব্যস্ততার মধ্যে সময় কাটিয়ে থাকেন কুমার পরিবার গুলো। কালের আবর্তে মৃৎশিল্পের দুর্দিন চলছে। তবু বাঙ্গালীর প্রানের উৎসব বৈশাখে দেশের বিভিন্ন স্থানে মেলা সামনে রেখে মৃৎশিল্পের একটু চাহিদা বেশি থাকে। তাই তো সিরাজদিখান উপজেলার পালপাড়া গুলোতে কুমার পরিবারে এখন দম ফেলার ফুসরত নেই। তারপরও মৃৎশিল্পের সঙ্গে জড়িত উপজেলার কুমাররা ভালো নেই। আগের মতো তাদের তৈরী মাটির হাড়ি-পাতিল কিংবা নানা ধরনের খেলনার বাজার নেই এখন। প্লাস্টিক, লোহা কিংবা পিতলের খেলনা ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী এখন বাজার দখল করে নিয়েছে। এতে করে মাটির তৈরী এ সব সামগ্রী কদর নেই। এতদসত্বেও বৈশাখী মেলা ঘিরে মৃৎশিল্পের একটু কদর হয়ে থাকে। সিরাজদিখান উপজেলার কুমারদেরও এখন ভরসা কেবল ওই বৈশাখী মেলা। নতুবা সারা বছর অনেকটা বেকার থাকতে হয় তাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যস্ত কুমাররা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ