Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে সাংবাদিকদের সাথে জেলা পুলিশের বৈশাখী শুভেচ্ছা বিনিময়

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ৫:২২ পিএম

বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাখে বৈশাখী শুভেচ্ছা বিনিময় করেছে শেরপুর জেলা পুলিশ। আজ দুপুরে শেরপুর পুলিশ লাইনস হল রুমে বৈশাখী শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম উপস্থিত সাংবাদিকদের সাথে বৈশাখী শুভেচ্ছা বিনিময় ও ইভটিজিং, বাল্যবিববাহ, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের সহযোগীতার প্রশংসা করেন।
মুক্তিযোদ্ধা ও সাংবাদিক তালপতুফ হোসেন মঞ্জু, বর্তমান সভাপতি শরিফুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, বর্তমান সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। পরে উপস্থিত সাংবাদিকদের মাঝে মাটির হাড়িতে বৈশাখী সামগ্রী উপহার দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আমিনুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৈশাখী শুভেচ্ছা বিনিময়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ