মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সন্ত্রাসবাদীদের অর্থ সরবরাহের অভিযোগে গ্রেফতার করা হল জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রধান ইয়াসিন মালিককে। জম্মুর এনআইএ আদালতের অনুমতি পাওয়ার পর তাকে মঙ্গলবার দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। গতকাল বুধবার তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দিয়েছেন আদালত।
গত ফেব্রুয়ারিতে ইয়াসিন মালিককে সতর্কতামূলকভাবে গ্রেফতার করা হয়। জম্মুর কোট বালওয়াল জেল থেকে তাকে আনা হয় তিহার জেলে। গত মাসেই তার দল জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। ইয়াসিন মালিকের বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগও রয়েছে।
আদালত ইয়াসিন মালিককে আগামী ২২ এপ্রিল পর্যন্ত ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ইয়াসিন মালিকের বিরুদ্ধে এর আগে বারবার সন্ত্রাসবাদীদের অর্থ জোগানের অভিযোগ উঠেছে। সূত্র : ইকোনমিক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।