Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লুঙ্গি পরে ক্লাস পরীক্ষায় ঢাবি শিক্ষার্থীরা!

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

একটি দেশের বিশ্ববিদ্যালয় যেমন জ্ঞানগত উৎকর্ষের জায়গা একই সঙ্গে এটি সমাজের সংস্কৃতি তৈরী ও তা লালনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহার লাল নেহেরু বলেছেন, একটি দেশ ভালো হয় যদি সেদেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়। আধুনিক পাশ্চাত্য সংস্কৃতির আড়ালে উপমহাদেশে হারিয়ে যাচ্ছে হাজার বছরের বাঙালী সংস্কৃতির অংশ লুঙ্গি।
পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ তাদের ঐতিহ্যবাহী ও জাতীয় পোষাক পড়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অফিস আদালতে গেলেও বাংলাদেশে লুঙ্গি পড়ে এসব জায়গায় মানুষজনকে দেখা যায় না। তাই এ বিষয়ে সচেতনতা তৈরী করতে ঢাবিতে শিক্ষার্থীদের উদ্যোগে প্রথম বারের মত আয়োজিত হলো লুঙ্গি মাহফিল-২০১৯। গতকাল বুধবার সকাল ৯টায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের রঙবেরঙের লুঙ্গি পরে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে দেখা যায়। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এসব শিক্ষার্থী বেলা সাড়ে বারোটায় টিএসসিতে জমায়েত হয়ে লুঙ্গি মহফেলে অংশগ্রহণ করে। এরপর দুপুর ১টায় টিএসসি থেকে লুঙ্গি মিছিল বের করে। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়। এরআগে এ কর্মসূচি উপলক্ষে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইভেন্ট খুলে প্রচারণা চালায় আয়োজকরা।
এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, লুঙ্গি আমাদের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। অথচ আজ আমরা তা ভূলতে বসেছি। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ তাদের ঐতিহ্যবাহী পোষাক পড়ে সব কাজে অংশগ্রহণ করলেও আমাদের সমাজে লুঙ্গি পড়ে বাইরে আসাকে ভালোভাবে দেখা হয়না। অথচ আমাদের মুক্তিযোদ্ধারা লুঙ্গি পরে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছিলেন। লুঙ্গিকে নেতিবাচকভাবে দেখার ঔপনিবেশিক মানসিকতা থেকে আমরা আজও বের হতে পারিনি। আর সবচেয়ে বড় বিষয় হলো আমাদের সহনশীলতার জায়গা, যেখানে আমরা আরেকজনকে মানতে পারিনা। এ বিদ্যমান মানসিকতা ভাঙতেই আমাদের এ লুঙ্গি মহফেল।



 

Show all comments
  • Foyez Ahmed ১১ এপ্রিল, ২০১৯, ৯:৫২ এএম says : 0
    ধন্যবাদ জানাই সবাইকে । প্যান্ট পড়া যেন অলিখিত নিয়ম হয়ে গেছে ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লুঙ্গি পরে ক্লাস পরীক্ষায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ