Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁর রাণীনগরে জেলার প্রথম মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ৬:০৮ পিএম

নওগাঁর রাণীনগরে বুধবার ৩তলা বিশিষ্ট মডেল মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। প্রতিটি জেলায় ও উপজেলায় একটি করে ৫শত ৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় জেলার প্রথম উপজেলা হিসেবে রাণীনগর উপজেলায় ৩তলা বিশিষ্ট এই মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। নওগাঁর গণপূর্ত বিভাগ ১৬ কোটি টাকা ব্যয়ে এই মডেল মসজিদটি নির্মাণ করছে। এদিন দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা আল মামুন, সহকারী কমিশনার (ভ’মি) টুকটুক তালুকদার, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বাবু, একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম, নওগাঁর বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান হাছানুর আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, ইসলামিক ফাউন্ডেশনের সকল কর্মকর্তা-কর্মচারী, উপজেলার সকল মসজিদের ইমাম, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেসার্স মাছুমা বেগম ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজ পেয়েছেন।



 

Show all comments
  • মোঃ মাহমুদুল হাসান ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ২:২৩ পিএম says : 0
    আমাদের রাণীনগরের মডেল মসজিদ ব্যাপারে আমার সবসময় আপডেট খবর প্রয়োজন। আশা করি সবসময় আপডেট খবর পাব আপনাদের থেকে। সেই সাথে নতুন নতুন ফটো উঠিয়ে ও আশা করি আপনারা খবর প্রচার করবেন যাতে করে আমরা সহজে দেখতে পাই এবং জানতে পারি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নওগাঁ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ