Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় প্রায় ৬৮ লক্ষ টাকা ব্যয়ে আন্ডারপাস নির্মাণ কাজ এগিয়ে চলেছে

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ৫:৫৮ পিএম

নওগাঁ শহরে লিটন ব্রীজ সংলগ্ন আন্ডারপাস নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ ব্রীজের মোড়ে অসহনীয় ট্রাফিক জ্যাম নিরসনে ঔষধপট্টির সাথে সুপারীপট্টি সংযুক্ত করে এই আন্ডারপাসটি নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়।
নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুল হক জানিয়েছেন নওগাঁ শহরের ভিতর দিয়ে লিটন সেতু হয়ে একটিমাত্র সড়ক রয়েছে। যার কারণে এখানে সার্বক্ষণিক দুর্বিষহ যানজট লেগেই থাকে। এতে মানুষ এবং যানবাহন চলাচলের ক্ষেত্রে মারাত্মকভাবে বাধাগ্রস্থ হয়ে থাকে। এই যানজট নিরসনে লিটন সেতু সংলগ্ন ঔষধপট্টির সাথে সুপারী পট্টির সংযোগ করে প্রায় ৬৮ লক্ষ টাকা ব্যয়ে এই আন্ডারপাস নির্মাণ কাজ হাতে নেয়া হয়েছে। ইতিমধ্যে এর নির্মাণ কাজ শুরু হয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তিনি আরও বলেছেন নওগাঁ শহরে এধরনের ব্যস্ততম স্থানে আরও আন্ডারপাস নির্মাণ করা হবে।
শহরের বিশিষ্ট জনদের মধ্যে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান বলেছেন বর্তমান সরকারের সময়ে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। নওগাঁ জেলাতেও এই উন্নয়ন কর্মধারা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় নওগাঁ শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা লিটন ব্রীজের নিকট যে আন্ডারপাস নির্মাণ হচ্ছে তা খুবই সময়োপযোগী এবং অত্যাবশ্যকীয়। এটি নির্মিত হলে ব্রীজের মোড় এলাকায় যানজট অনেকাংশে কমে যাবে এবং পথচারীরা নিরাপদ ভাবে চলাফেরা করতে পারবেন।
জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেছেন নওগাঁ শহরে সম্প্রতি প্রচন্ড যানজট বৃদ্ধি পেয়েছে। এই যানজট থেকে যানবাহন ও পথচারীদের কিছুটা মুক্তি দিতেই এই আন্ডারপাস নির্মাণের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। আশাকরি এটি নির্মিত হলে এই এলাকার যানজট মুক্ত হবে এবং যানবাহন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নওগাঁ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ