Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিযোগ থেকে মুক্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনায় বিতর্কিত মন্তব্য করায় অস্ট্রেলীয় এক সিনেটরের মাথায় ডিম ভেঙে সোশ্যাল মিডিয়ায় ‘হিরো’ হয়ে গিয়েছিলেন উইল কনোলি। সেই ঘটনায় ১৭ বছরের এই কিশোরের বিরুদ্ধে করা অভিযোগ থেকে সোমবার তাকে মুক্তি দিয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ। খবর বিবিসি।
এক বিবৃতিতে পুলিশ জানায়, হ্যাম্পটন অঞ্চলের ওই কিশোর কনোলিন বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে একটি সতর্কতা জারি করে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এখন অভিযোগ থেকে তিনি মুক্ত হয়েছেন।
উল্লেখ্য, গত মাসে নিউজিল্যান্ডের দুটি মসজিদে এক অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ জঙ্গির এলোপাতাড়ি গুলিতে অর্ধশত মুসল্লি নিহত হন। ওই হত্যাকান্ডের জন্য উল্টো মুসলমানদেরই দায়ী করেছিলেন অস্ট্রেলীয় সিনেটর ফ্রেসার অ্যানিং। যে কারণে আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাকে। তার সেই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে গত ১৬ মার্চ একটি কনফারেন্সে সিনেটর অ্যানিংয়ের মাথায় ডিম ভেঙে আলোড়ন তৈরি করেছিলেন উইল কনোলি। তখন ওই সিনেটরও তার মুখে বেশ কয়েকবার ঘুষি মেরেছিলেন।
ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, ডিমভাঙার ঘটনায় তদন্তের ভিডিও ফুটেজ পাওয়ার পর তারা কনোলির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়েরের ব্যাপারে জোর দিচ্ছেন না।



 

Show all comments
  • নুর আলম ১০ এপ্রিল, ২০১৯, ৮:৪১ এএম says : 0
    আমরা এই এগ বয়ের জন্য দোয়া করি আল্লাহ তাকে ঈমানের উপড়ে বেচে থাকার তৌফিক দান করুন আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ