মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহাকাশেও হানা দিয়েছে ব্যাকটেরিয়া। পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে (আইএসএস) ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গেছে। নাসার বিজ্ঞানীদের মতে, এ ধরনের ব্যাকটেরিয়া সাধারণত বিভিন্ন অফিসে পাওয়া যায়। কিন্তু এসব ব্যাকটেরিয়া কীভাবে সেখানে গেল তা জানা দরকার। এতে ভবিষ্যতে দীর্ঘ মহাকাশ সফরের সময় বা সেখানে থাকতে হলে আগাম নিরাপত্তা নেওয়া যাবে বলে মনে করেন তারা। বিপজ্জনক ব্যাকটেরিয়া প্রায়ই রোগভোগের কারণ হয়। এগুলো থেকে বাঁচতে হলে আগাম সতর্কতা প্রয়োজন। নাসার জেট প্রোপালসন ল্যাবের গবেষক কস্তুরী বেঙ্কটেশ্বরন বলেন, মহাকাশ সফরে যাওয়া নভোচারীদের নিরাপত্তার জন্য বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কারণ ওই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায়। তাছাড়া পৃথিবীর মতো চিকিৎসা ব্যবস্থাও তো সেখানে নেই। দীর্ঘ ১৪ মাস ধরে আইএসএস-এর বিভিন্ন স্থান যেমন জানালা, শৌচাগার, খাবার টেবিল, শোওয়ার ঘর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ‘কালচার টেকনিক’ ও ‘জিন সিকোয়েন্সিং’ প্রক্রিয়ায় সেগুলোর প্রকৃতি বিচার করা হচ্ছে। মহাকাশে ওই ব্যাকটেরিয়ার চরিত্র বদল হয়েছে কিনা, তাও লক্ষ করা হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।