মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টজেন নিয়েলসনের পদত্যাগের একদিনের মাথায় ইউএস সিক্রেট সার্ভিসের প্রধান র্যানডলফ অ্যালেসও দায়িত্ব ছাড়ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বরখাস্ত করেছেন বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। সিবিএস নিউজ জানিয়েছে, ক্রিস্টজেন ও র্যানডলফ ছাড়াও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। ২০১৭ সালের পর থেকে ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা দায়িত্ব ছেড়েছেন। তাদের কাউকে বহিষ্কার করেছেন ট্রাম্প আবার কেউ কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে র্যানডলফের দায়িত্ব ছেড়ে যাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। তবে তাকে ট্রাম্প বরখাস্ত করেছেন কিনা তা জানায়নি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের জেমস মুরে আগামী মে মাসে সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। র্যানডলফ ছিলেন নিয়েলসনের অধীনস্থ। রবিবার নিয়েলসন পদত্যাগ করেছেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।