Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইআরজিসি সন্ত্রাসী : যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

ইরানের এলিট ফোর্স হিসেবে পরিচিত রেভ্যুলেশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প রেভল্যুশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষনা করেছেন। এর মধ্য দিয়ে এই প্রথম যুক্তরাষ্ট্র অন্য একটি দেশের সামরিক বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করল। বিবিসি জানিয়েছে, ট্রাম্পের ঘোষণার পর এর পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। এমনিতেই ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির করা ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর থেকে ওয়াশিংটন-তেহরান সম্পর্কের পতন হতে থাকে। এখন ট্রাম্পের এ ঘোষণার পর তাদের মধ্যে উত্তেজনা আরো বাড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ট্রাম্প ক্ষমতায় আসার পর পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র। এর পর থেকে ইরানের ওপর নানারকম নিষেধাজ্ঞাও আরোপ করে দেশটি। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হচ্ছে, ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পস বা আইআরজিসি’র প্রাথমিক অর্থ হলো এর মাধমে দেশটির ‘বৈশ্বিক সন্ত্রাসবাদী ক্যাম্পেইনে’র বাস্তবায়ন করা। সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘পররাষ্ট্র দপ্তরের উদ্যোগে নজিরবিহীন এই পদক্ষেপের মধ্য দিয়ে যে সত্যটাকে স্বীকৃতি দেয়া হলো তা হচ্ছে, ইরান কেবল সন্ত্রাসে মদদদাতা রাষ্ট্রই নয়, বরং আইআরজিসি সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনা ব্যবস্থার হাতিয়ার হিসাবে সন্ত্রাসে অর্থায়ন এবং সন্ত্রাসী কর্মকান্ডকে উৎসাহিত করে থাকে।’ রেভ্যুলশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠনের তকমা দেওয়ার বিষয়ে মূলত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সিদ্ধান্ত নেন। অন্যান্য মার্কিন কর্মকর্তারা এতে ততটা সমর্থন দেননি। এমনকি সিআইএ এবং পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারাও এর বিরোধিতা করেছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ