মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কোনো দলকেই এবার সমর্থন দেবেন না দিল্লির শাহী জামে মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারী। লোকসভা নির্বাচনের মাত্র তিনদিন আগে সোমবার সৈয়দ আহমদ বুখারী এ কথা জানান। তিনি বলেন, আমি ভারতীয় জনগণের কাছ থেকে বিশেষ করে মুসলমানদের কাছ থেকে আশা করবো, তারা ভারতের শতাব্দী পুরোনো সাম্প্রদায়িক স¤প্রীতি ও সংবিধানের সার্বভৌমত্বের সংরক্ষণ ও সুরক্ষার প্রতি লক্ষ্য রেখে এ নির্বাচনে ভোট দেবেন। বিবৃতিতে তিনি জানান, দেশে অন্যের প্রতি ঘৃণা এবং ধর্মীয় অধিকার লঙ্ঘনের ঘটনা এত বৃদ্ধি পেয়েছে যে, তা আমাদের মৌলিক মূল্যবোধ ও ঐতিহ্যকে ছাড়িয়ে গেছে। বিষয়টি সভ্য সমাজে এক গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ব্যাপার এখন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে, বিচিত্র ধর্ম-বর্ণের মধ্যে একত্ব হওয়ার যে মূল স্বর্ণালী নীতি এই দেশের ছিল, তার পরিবর্তে যে কোনো ইস্যুতেই সা¤প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, এ অবস্থায় ২০১৯ সালের এ লোকসভা নির্বাচনটি এদেশের জনগণের প্রজ্ঞা ও দূরদর্শিতার একটি পরীক্ষা। সেক্ষেত্রে কোন পক্ষকে সমর্থন জানানোর বিষয়টি নির্বাচন করা খুবই কঠিন একটি বিষয়। এ কারণে অনেক আলোচনা ও পরামর্শের পর আমি এবারের নির্বাচনে কোনো পক্ষকেই সমর্থন না জানানোর সিদ্ধান্ত নিয়েছি। রাজনৈতিক দলগুলোর ব্যাপারে হতাশা প্রকাশ করে তিনি বলেন, তারা সব সময় প্রতিশ্রুতি দেয় কিন্তু সেগুলোর বাস্তবায়ন তারা করে না। তিনি বলেন, মুসলমানদের এ কথা মনে রাখতে হবে যে, প্রায় সবগুলো দলই তাদেরকে হতাশ করেছে। তাদের কাছে প্রতিশ্রুতি, বিবৃতি ও ঘোষণার লম্বা একটি তালিকা রয়েছে, কিন্তু তার বাস্তবায়নের হার একেবারেই হতাশজনক। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।