Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইঞ্চিতে ইঞ্চিতে মোদির বিচার হবে : মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

কোচবিহারের রাসমেলার মাঠে সোমবার জনসভায় সরাসরি প্রধানমন্ত্রীর নাম করে করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বেঁচে যদি থাকি, মোদীবাবু, ইঞ্চিতে ইঞ্চিতে কড়ায় গন্ডায় হিসেব নিয়ে ছাড়ব। যত চুরি করেছ, যত ডাকাতি করেছ, যত খুন করেছ, তার ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হবে। ৫৬ ইঞ্চি আর দেখিও না।’ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, ‘ওই বিষাক্ত চোখ, বিষাক্ত নিঃশ্বাসের বিরুদ্ধে ভোট দেবেন। এমন ভাবে ভোট দিন যাতে বাংলার মানুষের দিকে ওরা তাকানোর সাহস না পায়।’ মহাভারতের কৌরব-চরিত্রের প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘সুশাসন নিয়ে আসবেন বলছেন কিন্তু আপনিই তো দুঃশাসন। বিজেপিতে দুইজন রয়েছেন দুর্যোধন ও দুঃশাসন। আপনি আর আপনার দলের সভাপতি (অমিত শাহ)।’ এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাসমেলার মাঠ থেকে মমতাকে আক্রমণ করে ভোটের পরে বেআইনি অর্থ লগ্নি সংস্থা-দুর্নীতিতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। ২৪ ঘণ্টা পরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ করে বলেছেন, ‘এই ভোট কি আমার ভোট? এটা দিল্লিতে বদলের ভোট। আপনারই কৈফিয়ত দেওয়ার কথা। আর আপনি আমার কাছে কৈফিয়ত চাইছেন?’ বাংলায় সার্বিক উন্নয়নের বরাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,‘আমি যা কাজ করেছি তার এক শতাংশও করে দেখাতে পারবেন? লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে বেশ কিছু অফিসার রদবদল করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবারের জনসভায় সেই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে কিছু হয় না।’ এবিপি, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ