Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনলাইনে কুরআন শেখা চালু করছে আমিরাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

সংযুক্ত আরব আমিরাত পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে অনলাইনে কুরআন শেখার ব্যবস্থা চালু করতে যাচ্ছে। শুধু শুক্রবার ব্যতীত বাকি ৬ দিন যেকেউ ডিজিটাল প্ল্যাটফর্মে এ সেবা গ্রহণ করতে পারবেন। আরব আমিরাতের জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স এন্ড এন্ডাউমেন্টের পক্ষ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে এ সেবা চালুর ব্যবস্থা করেছে। ওই মন্ত্রণালয়ের চেয়ারম্যান মোহাম্মদ মাতার আল কবি বলেন, তাদের ওয়েবসাইটে ভার্চুয়াল কুরআন ক্লাসে উচ্চাকাক্সক্ষী শিক্ষার্থীদের অ্যাক্সেস (প্রবেশাধিকার) থাকবে। তিনি আরো বলেন, ‘প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত নারী ও পুরুষ শিক্ষক তিন শিফটে কুরআন শেখানোর ক্লাস নিবেন। তবে শুধু শুক্রবার এ সেবা বন্ধ থাকবে।’ প্রতি ক্লাসে সর্বোচ্চ ৭ জন শিক্ষার্থী থাকবে। যারা এ সেবা নিতে ইচ্ছুক তাদেরকে আমাদের ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে, জানান মোহাম্মদ মাতার আল কবি। খালিজ টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ