Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ কথিত বড়ভাই নিহত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ৩:৪৯ পিএম

নগরীতে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন এক ‘বড়ভাই’। নিহত সাইফুল যুবলীগ নেতা ও হত্যা মামলার আসামি। কিশোর প্রেমের বিরোধে শনিবার রাতে নগরীর বাকলিয়ায় খুন হন কথিত অপর বড়ভাই লোকমান হোসেন জনি। পুলিশের দাবি সাইফুলের গুলিতেই নিহত হন জনি। মঙ্গলবার ভোরে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে পুলিশের ভাষ্য। নিহত মো. সাইফুল বাকলিয়ায় যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন। তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ ছিল পুলিশের কাছে।
তিন দিন আগে বাকলিয়া খালপাড় এলাকায় মো. লোকমান হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় পরিবারের করা মামলার প্রধান আসামি ছিলেন সাইফুল। বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী দৈনিক ইনকিলাবকে বলেন, সাইফুল এবং ওই মামলার এজাহারভুক্ত আরেক আসামি জিয়া উদ্দিন বাবলুকে সোমবার ফটিকছড়ি জাফর নগর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তাদের থানায় এনে জিজ্ঞাবাদ করা হলে সাইফুল লোকমানকে গুলি করে হত্যার দায় স্বীকার করেন। এক পর্যায়ে সে হত্যাকা-ে ব্যবহৃত পিস্তলটি কোথায় আছে তা জানায়।
বাকলিয়া থানা পুলিশের একটি দল ওই অস্ত্র উদ্ধারে সাইফুলকে নিয়ে কল্পলোক আবাসিক এলাকায় অভিযানে যায়।
ওসি তিনি বলেন, কল্পলোক আবাসিক এলাকার ৫ নম্বর ব্রিজের কাছে খালপাড়ে গেলে সাইফুলকে ছাড়িয়ে নিতে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গুলিবিদ্ধ সাইফুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকhttps://www.dailyinqilab.com/api/cache_clean.phpযুদ্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ