মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাজ্যের সিংহাসনের উত্তরস‚রি প্রিন্স উইলিয়াম প্রশিক্ষন নিতে যোগ দিয়েছিলেন দেশটির গোয়েন্দা সংস্থা সিক্রেট ইনটেলিজেন্স সার্ভিসে (এসআইএস)। অনেকেই এই সংস্থাকে ‘জেমস বন্ড’ এর এমআইসিক্স নামে চেনেন। প্রিন্স উইলিয়াম সেখানে শিখেছেন গোয়েন্দা ও গুপ্তচরবৃত্তির নানা কৌশল। এ কারণেই সামজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উইলিয়ামের ভক্তরা তাকে ‘জেমস বন্ড’ উপাধি দিয়েছেন। অনেকেই তাকে চলচিত্রে এই চরিত্রে দেখতেও চেয়েছেন।
প্রসঙ্গত, ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিংয়ের হাতে জন্ম জেমস বন্ডের। এরপর চলচ্চিত্রের পর্দায় হাজির হয় জেমস বন্ড চরিত্রটি, দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়ে তার খ্যাতি। ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এই কর্মকর্তার দুর্র্ধষ সব অভিযানের গল্প গোয়েন্দা কল্পকাহিনিপ্রেমী মানুষের মুখে মুখে ফেরে।
উইলিয়াম এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এমআই৬-এর কর্মীদের অবদান কাছে থেকে দেখাটা আমার জন্য সত্যিই দারুণ অভিজ্ঞতা।’ প্রিন্স উইলিয়াম এর আগে স্নাতক সম্পন্ন করার পর যুক্তরাজ্যের সামরিক বাহিনীতে সাড়ে সাত বছর কাজ করেছেন। তবে, সিক্রেট ইনটেলিজেন্স সার্ভিসে এবারই প্রথম কাজ করলেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।