Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিন্স থেকে গোয়েন্দা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

যুক্তরাজ্যের সিংহাসনের উত্তরস‚রি প্রিন্স উইলিয়াম প্রশিক্ষন নিতে যোগ দিয়েছিলেন দেশটির গোয়েন্দা সংস্থা সিক্রেট ইনটেলিজেন্স সার্ভিসে (এসআইএস)। অনেকেই এই সংস্থাকে ‘জেমস বন্ড’ এর এমআইসিক্স নামে চেনেন। প্রিন্স উইলিয়াম সেখানে শিখেছেন গোয়েন্দা ও গুপ্তচরবৃত্তির নানা কৌশল। এ কারণেই সামজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উইলিয়ামের ভক্তরা তাকে ‘জেমস বন্ড’ উপাধি দিয়েছেন। অনেকেই তাকে চলচিত্রে এই চরিত্রে দেখতেও চেয়েছেন।
প্রসঙ্গত, ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিংয়ের হাতে জন্ম জেমস বন্ডের। এরপর চলচ্চিত্রের পর্দায় হাজির হয় জেমস বন্ড চরিত্রটি, দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়ে তার খ্যাতি। ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এই কর্মকর্তার দুর্র্ধষ সব অভিযানের গল্প গোয়েন্দা কল্পকাহিনিপ্রেমী মানুষের মুখে মুখে ফেরে।
উইলিয়াম এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এমআই৬-এর কর্মীদের অবদান কাছে থেকে দেখাটা আমার জন্য সত্যিই দারুণ অভিজ্ঞতা।’ প্রিন্স উইলিয়াম এর আগে স্নাতক সম্পন্ন করার পর যুক্তরাজ্যের সামরিক বাহিনীতে সাড়ে সাত বছর কাজ করেছেন। তবে, সিক্রেট ইনটেলিজেন্স সার্ভিসে এবারই প্রথম কাজ করলেন তিনি।



 

Show all comments
  • Nusrat Nupur ৯ এপ্রিল, ২০১৯, ২:০৫ এএম says : 0
    Valo
    Total Reply(0) Reply
  • Sk Mustahid Ahmed Shoyeb ৯ এপ্রিল, ২০১৯, ২:০৬ এএম says : 0
    আমি জেমস্ বন্ড হবো
    Total Reply(0) Reply
  • কৌশিক দাশ জয় ৯ এপ্রিল, ২০১৯, ২:০৬ এএম says : 0
    পরের ছেলে পরমানন্দ যতই উচ্ছন্নে যায় ততই আনন্দ
    Total Reply(0) Reply
  • Joy Sree ৯ এপ্রিল, ২০১৯, ২:০৬ এএম says : 0
    পশ্চিমারা এগিয়ে কারণ তারা সবকিছুতে রক্ষণশীল নয়। আমরা পড়ে আছি কে কি পড়বে তা নিয়ে। পজিটিভ কিছুই নাই সব ধর্মের নামে গোঁড়ামিতে ব্যস্ত। ফেসবুকে না আসলে দেশে এত পরিমাণ যে আবাল বৃদ্ধি হইছে তা বোঝতে পারতাম
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ