Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

রেল লাইন ও মেডিকেল কলেজ স্থাপনে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে আবেদনের সিদ্ধান্ত

শেরপুর জেলা সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ৯:৪৬ পিএম

ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত। রাজধানীর ইনিস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)‘র সেমিনার হলে গত রোববার এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির নির্বাহী সভাপতি ও নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব আবদুস সামাদ ফারুক, অতিরিক্ত সচিব (রাজউক) মোঃ রাকিবুল ইসলাম, অতিরিক্ত সচিব আজহারুল ইসলাম, (রাজউক), ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সৌমিত্র শেখর, রেলওয়ে সাবেক ডিজি তফাজ্জল হোসেন, যুগ্ম সচিব পষ্কজ কুমার পাল, যুগ্ম সচিব বিল্লাল হোসেন, শ্রীবরদী ঝিনাইগাতী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সিনিয়র সহকারী সচিব ড. মোঃ আশরাফ আলী, ডাক্তার শামসুন্নাহার শিরিন, প্রকৌশলী মোঃ আঃ রাজ্জাক প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক ফয়জুন নাহার লাভলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আনিছুর রহমান আনিছ, সমিতির প্রচার সম্পাদক মালেক মল্লিকসহ জেলার বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ অংশ নেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির মহাসচিব নূরুজ্জামান মুন্না। সভা পরিচালনা করেন সমিতির যুগ্ম মহাসচিব (শ্রমিক নেতা) এ কে এম রফিকুল ইসলাম রফিক। সভাপতি নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে নিজ নিজ জায়গা থেকে সকলকে এগিয়ে আসতে হবে। এর জন্য আমাদের সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে শেরপুরে রেল লাইন, মেডিকেল কলেজ এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের লিখিত আবেদন জানানো দাবি জানান। নির্বাহী সভাপতি আবদুস সামাদ ফারুক তাদের দাবি প্রতি একমতপোষণ করে লিখিত আবেদনের করা হবে বলে ঘোষণা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ