Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রসে টস টস দিনাজপুরের লিচু দেড় মাসের মধ্যেই বাজারে উঠবে

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ৮:১৯ পিএম

রসে টস টস সুস্বাদু লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর। আদিকাল থেকে দিনাজপুরের বেদেনা লিচুর সুনাম দেশ ও বিদেশে ছড়িয়ে আছে।

হালে হাইব্রিড চায়না-৩ থ্রি লিচু বেদেনার জায়গা দখল করেছে। আরো আছে বোম্বাই, মাদ্রাজি, কাঠালিসহ হরেক জাতের লিচু।

অত্যন্ত লাভজনক হওয়ায় লিচু আবাদ প্রতিবছর বেড়েই চলেছে। কৃষকের পাশাপাশি সরকারী চাকুরীজিবি থেকে ব্যবসায়ী সকল শ্রেনীর মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে লিচুর বাগান।

লিচুর বাগান গড়ে তুলতে পারলেই লাভ। আগাম ফল বিক্রি করেই টাকার দেখা পাওয়া যায়। আর একেকটি গাছ ৪ থেকে ৫ বছরের মধ্যেই ফল দিতে শুরু করে। ফড়েয়ারা আগে থেকেই গাছ দেখে বাগান কিনে নেয়।

এখন দিনাজপুরের বাগানের পর বাগানের লিচু গাছ মুকুলে ভরে গেছে। আগাম বাগান কিনে রাখা ব্যবসায়ীরা লিচুর গাছ ও মুকুল পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছে।

আবহাওয়া অনুকুলে থাকায় লিচুর আবাদ নিয়ে এখনও আশাবাদি কৃষক ও ব্যবসায়ীরা। কৃষকেরা বলছে এবার লিচুর মুকুল কম এসেছে। উৎপাদনও হবে কম। অবশ্য সরকারী হিসাবে আবাদ গত বছরের চেয়ে বেশী হয়েছে এবার।

চলতি বছরের লিচু বাজারে আসবে এক থেকে দেড় মাসের মধ্যেই। গত কয়েকবছর পবিত্র রমজান মাসে লিচু পাকায় দাম কম পেয়েছে। এবার রমজানের পরও গাছে লিচু থাকার সম্ভাবনা রয়েছে। তাই দাম বেশী পাওয়ার আশা করছে।



 

Show all comments
  • মোঃ লিটন মাহমুদ ১০ মে, ২০১৯, ৯:৪০ পিএম says : 0
    দিনাজপুরঅঞ্চলের লিচুর আমদানিএবং বাজার কত? আর আমের খবর কি দাম কত?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ