Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একদিকে সালমানের নতুন লুক অন্যদিকে ক্যাটরিনার গরম ছবি ঘুম হারাম নেটিজদের!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ৬:২৬ পিএম

সুপারস্টার সালমান খানের ‘ভারত’ নির্মাণের ঘোষণার পরই বলিমহলে সাড়া পড়ে যায়। চলতি বছরের ঈদে মুক্তি পাবে এ ছবি। এখন প্রযোজনা-পূর্ব কাজ চলছে। সেই ‘মাল্টা’র শুটিং পর্ব থেকে সালমানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়েছেন এ ছবির নির্মাতা, যেটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে। ছবিতে সালমানকে দীর্ঘ কুর্তা পরিহিত দেখা যাচ্ছে। আর এটা বলা বাহুল্য, তাকে খুবই হ্যান্ডসাম লাগছে। শুরুতে এ ছবি শেয়ার দেন প্রযোজক, সালমানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী। পরে সিনেমার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে রিপোস্ট করা হয়। বলাই বাহুল্য যে, সুপারস্টারদের নতুন লুক প্রকাশ মানেই যেন নেটিজদের চোখের ঘুম হারাম। এর আগে গেল বছর ‘মাল্টা’য় ক্যাটরিনা কাইফের সঙ্গে শুটিং করেন সালমান খান। তাদের প্রথম ঝলক প্রকাশের মিনিট খানেকের মধ্যেই ভাইরাল হয়েছিল।

অন্যদিকে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন সালমানের নায়িকা ক্যাটরিনা কাইফও। বলিউড জুড়ে চলছে ছুটির মৌসুম। প্যাচপেচে গরম থেকে বাঁচতে কেউ বরফে ঢাকা পাহাড়ের শোভা দেখছেন, কেউ আবার ফুরফুরে সামুদ্রিক হাওয়ায় শহুরে গ্লানি মুছে নিচ্ছেন। সুলতানের সাবেক এই প্রেমিকা এখন অবস্থান করছেন সমুদ্রের দেশ মালদ্বীপে। এর প্রমাণ মিলেছে তার একটি পোস্টে। সম্প্রতি তিনি বন্ধুদের সঙ্গে মালী সমুদ্রপাড়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে প্রায় ২ কোটি ব্যক্তি লাইক মেরেছেন তাতে। ছবিতে দেখা গেছে ক্যাটরিনা কাইফের পরনে রয়েছে টু টোনড সলিড কালার বিকিনি। লাল রং বেছে নিয়েছেন তিনি। আর নীল রঙের শর্টস। ছবিটি দেখে অনেকেই বলছেন উষ্ণতা ছড়ালেন স্বল্পবাস ক্যাটরিনা। মুম্বাইয়ের গনগনে গরম থেকে বাঁচতে ক্যাটরিনা ‘ওয়ার্কিং ভ্যাকেশন’-এ গিয়েছিলেন মলদ্বীপেই।
ক্যাটরিনার ইনস্টাগ্রামে লিখেছেন, মাথার উপরে আকাশ, পায়ের নিচে বালি, আর মনের মধ্যে শান্তি। অর্থাৎ ছুটি কাটাতে গিয়ে বেশ উপভোগ করছেন বোঝাই যাচ্ছে। এবার নায়িকা বেছে নিয়েছেন হলুদ রঙের টপ। তার সঙ্গে সেখানে আছেন মেকআপ আর্টিস্ট ড্যানিয়েল বাওয়ার এবং ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা।
শোনা যাচ্ছে, শীঘ্রই নায়িকা রোহিত শেঠির ‘সূর্যবংশী’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এতে ক্যাটের বিপরীতে অভিনয় করবেন অক্ষয় কুমার। যদিও এখন পর্যন্ত ছবিটি সম্পর্কে প্রযোজনা সংস্থা থেকে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবে বি-টাউনের অনেকেই ধারণা করছেন ক্যাটরিনা কাইফ মুম্বাই ফিরলেই ছবিটির বিষয়ে সব কিছু চুড়ান্ত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ