বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আজ ২২ মে রোববার বেলা ২ ঘটিকা হতে সারারাতব্যাপী কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে ৬৩তম পবিত্র শবেবরাত মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে, বাদ যোহর পবিত্র খতমে কোরআনে করিম, শবেবরাত শীর্ষক আলোচনা, বাদ আছর ফয়েজে কোরআনের মাধ্যমে নূরে কোরআন বিতরণ, বাদ মাগরিব দেশবরেণ্য ওলামায়ে কেরামের তকরির, তাবাররুক বিতরণ। বাদ এশা মিলাদ, কিয়াম এবং আখেরি মোনাজাত। পবিত্র শবেবরাত মাহফিলে অংশগ্রহণের জন্য মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এলাকার আওতাধীন বিভিন্ন শাখা হতে গাড়ি ছাড়ার সময়সূচি ১৩ নং সাবানঘাটা শাখা সাবানঘাটা থেকে বেলা ২টা, ১১৮ নং বাকলিয়া শাখা বাকলিয়া থেকে বেলা ১টায়, ১১৯ নং বড় কবরস্থান শাখা বড় কবরস্থান থেকে বেলা ২টা, ১২৬ নং ষোলশহর শাখা বায়েজিদস্থ গাউছুল আজম সিটি থেকে সন্ধ্যা ০৭টা, ১২৯ নং বউবাজার শাখা আন্দরকিল্লা থেকে বেলা ২.৩০টা, ১৩২ নং আতুরার ডিপু শাখা আতুরার ডিপু থেকে বেলা ১২টা, ১৪৯ নং হালিশহর শাখা আড়গ্রাবাদ চৌমুহনী থেকে বিকেল ৪টায়, ১৫০ নং মুহাম্মদপুর শাখা মুরাদপুর মাজারের সামনে থেকে বেলা ০২টায় গাড়ি ছাড়া হবে। এতে সকল আশেকে রাসূল ধর্মপরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল। প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।