Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানে খাদ্যমূল্য নিয়ন্ত্রণের সুপারিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

 আসন্ন রমজান মাসে খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে ওই সময়ে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিতে বলা হয়েছে। এজন্য প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বয় সভা করে কর্মপরিকল্পনা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি মোহাম্মদ নাসিম। বৈঠকে কমিটি সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, হুইপ মো. আতিউর রহমান আতিক, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু, মো. আব্দুল হাই, মো. আয়েন উদ্দিন, আতাউর রহমান খান, আঞ্জুমান সুলতানা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিটি সূত্র জানায়, বৈঠকে খাদ্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল বিরোধী অভিযান জোরদারের সুপারিশ করা হয়। এছাড়া ধান, গম ও অন্যান্য খাদ্যশস্যের সরকারি ধার্যমূল্য যাতে কৃষক পায় সে জন্য তদারকি জোরদার করার পরামর্শ দেওয়া হয়। একইসঙ্গে বিদেশি চাল আমদানিতে শুল্ক বৃদ্ধির বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়। দেশে যাতে কোনও ধরণের কৃত্রিম খাদ্য সংকট তৈরি না হয়, সেজন্য চালের যে হিসাবের কথা বলা হয়, গুদামে চালের সেই পরিমাণ মজুত আছে কিনা বা সরবরাহ করা হচ্ছে কিনা, তা গুরুত্বের সঙ্গে নজরদারিতে রাখতে হবে। এছাড়া বৈঠকে খাদ্য ব্যবস্থাপনা আরো কার্যকর ও মন্ত্রণালয়ের কার্যক্রম বেগবান করতে জনবল সংকট নিরসনে শূন্যপদে দ্রæত নিয়োগের সুপারিশ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রমজান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ