Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুচিত্রার জন্য ভোট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

দলেয় সিদ্ধান্তে লোকসভা নির্বাচনে বাঁকুড়ার বদলে আসানসোল আসনে প্রার্থী হয়েছেন মুনমুন সেন। সেখানে তার বিরুদ্ধে প্রতিদ্ব›িদ্বতা করছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী গায়ক বাবুল সুপ্রিয়। গত নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বাবুল। এবারও তিনি জিতবেন বলেই রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। কিন্তু শুধু উন্নয়নের প্রচারে দিয়ে যে ভোটারদের মন জয় করা যাবে না, সেটা বুঝতে পেরেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন। গতবার বাঁকুড়ার সাংসদ হিসেবে তার কাজের বহর যে মোটেই সমালোচনার ঊর্ধ্বে নয়, সেটাও তিনি জানেন। তাই এবার মুনমুন সেন সোজাসুজি মা সুচিত্রা সেনকে ভোট প্রচারে কাজে লাগাতে শুরু করেছেন। এবার তিনি তার মায়ের আত্মার শান্তি কামনায় ভোট চাইছেন।
গতবারও বাঙালির হৃদয়ের মহানায়িকার নাম ভাঙাতে হয়েছে। এবারও সেটাই করবেন বলে আগেই জানা গিয়েছিল। এমনকি মেয়ে রাইমা ও রিয়াকে এনে নির্বাচনী প্রচারে কাজে লাগাবেন তারও ঘোষণা দিয়েছেন মুনমুন। শুত্রবার মায়ের জন্ম দিনের ঠিক একদিন আগে বর্ধমানের জামুরিয়াতে এক কর্মিসভায় মুনমুন বলেছেন, মায়ের জন্মদিনে বাড়ি না গিয়ে তিনি আসানসোল শিল্পাঞ্চলের ভোটারদের মাঝে এসেছেন। মুনমুন এদিন সরাসরি বলেছেন, ‘আজকে আমার মায়ের জন্মদিন। ঘরে না গিয়ে তোমাদের কাছে এসেছি। আমার মায়ের আত্মার শান্তির জন্য জোড়া ফুলকে ভোট দাও। তার মেয়ে এসেছে তোমাদের কাছে। তোমরা বলো, তার নাম রাখতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রাখতে তৃণমূলকে একটা ভোট দেবে।’
অবশ্য অনেকের মতে, এটাই মুনমুন সেনের শেষ তাস। মুনমুনের সম্ভবত ধারণা, নায়িকা সুচিত্রা সেনকে নিয়ে আবেগ বাঙালির রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। তাই হয়তো তিনি জামুরিয়ার কর্মিসভাতে ভাষণ দেয়ার সময় মায়ের আত্মার শান্তি কামনায় ভোট চেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ