মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কিছুদিন আগেই কংগ্রেসে যোগ দিয়েছেন একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকার। যোগ দেওয়ার পরই হিন্দু ধর্ম ইস্যুতে মুখ খুলে বিতর্কে জড়ালেন মহারাষ্ট্রের কংগ্রেস প্রার্থী এই নায়িকা। তার বিরুদ্ধে অভিযোগ তিনি হিন্দু ধর্মকে পৃথিবীর সবচেয়ে হিংস্র ধর্ম বলে অভিহিত করেছেন। বিজেপির পক্ষ থেকে কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী, উর্মিলা এবং একজন টিভি সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, গত ৫ এপ্রিল টিভি সংবাদে প্রচার করা হয় উর্মিলার ভাষণ। সেখানে হিন্দু ধর্মকে পৃথিবীর সবচেয়ে হিংস্র ধর্ম বলে অভিহিত করেন এই নায়িকা। এ ছাড়া তিনি অনেক খারাপ ভাষা ব্যবহার করে মিথ্যা মন্তব্য করেছেন তার বক্তৃতায়।
মুম্বাই উত্তর থেকে কংগ্রেসের প্রার্থী উর্মিলা প্রচারে নেমে একাধিকবার বিজেপির বিরুদ্ধে মন্তব্য করেছেন। বহুবার বিজেপির হিন্দুত্ব নীতিকেও আক্রমণ করেছেন। এমনই এক বক্তব্য রাখতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে হিংসা আর গভীর অসহিষ্ণুতা দানা বাঁধছে। গত ৫ বছরে তা বেড়েছে। যা চলছে বর্তমানে তা অসহনীয়।’ এরপর তিনি বলেন, ‘যে ধর্ম সহিষ্ণুতার জন্য পরিচিত, তা এখন সবচেয়ে বেশি হিংসাত্মক। আর এজন্যই আমি নরেন্দ্র মোদির সরকারকে অপছন্দ করি।’
কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই নায়িকাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। বছর কয়েক আগে এক কাশ্মীরি মুসলিম ব্যবসায়ীকে বিয়ে করেন উর্মিলা। তিনি কংগ্রেসে যোগ দেওয়ার পরই অনেক বলতে থাকেন তিনি নাকি ধর্মান্তরিত হয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনা হয় তাকে নিয়ে।
এই ঘটনায় কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, উর্মিলার জনপ্রিয়তায় ভয় পেয়েছে বিজেপি। যে কারণে এই সব অপপ্রচার চালানো হচ্ছে। ১৭ তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। মুম্বাইয়ে ২৯ এপ্রিল ভোট গ্রহণ করা হবে। লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় চলবে মুম্বাইয়ের ভোট গ্রহণ। আর সেদিনই ভাগ্যপরীক্ষা হবে উর্মিলার। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।