Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রিস সীমান্তে হাজারো অভিবাসী হামলা টিয়ারগ্যাস ও গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের ভিত্তিতে গ্রিস সীমান্তে ভিড় করেছে হাজারো অভিবাসন প্রত্যাশী। আশ্রয় পাওয়ার জন্য যারা জার্মানি যেতে চায় তাদের জন্য গ্রিস সীমান্ত খুলে দেয়া হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে আলবেনিয়ার হাজারো মানুষ গ্রিসের দিয়াভাতা গ্রামের কাছে জড়ো হতে শুরু করে। কিন্তু সেখানে গিয়ে ভুল ভাঙে তাদের। অভিবাসীর ঢল থামাতে তাদের লক্ষ্য করে টিয়ারগ্যাস ছোড়ে গ্রিসের নিরাপত্তারক্ষী বাহিনী। এতে আহত হন বেশ কয়েকজন। এর মধ্যে রয়েছে অনেক শিশু ও তাদের মায়েরাও। এ খবর দিয়েছে দ্যা সান। একপর্যায়ে অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয় গ্রিক পুলিশের। তারা গ্রামের কয়েকটি ক্ষেতে আগুন ধরিয়ে দেয়। এদিকে, তুরস্কের অভিবাসীরাও সীমান্ত খুলে দেয়া হয়েছে গুজব শুনে সীমান্তবর্তী এলাকার দিকে রওনা হয়। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে তারা এখন পর্যন্ত প্রায় ১২শ’ অভিবাসীকে আটক করতে সক্ষম হয়েছে। শুক্রবার সকাল নাগাদ গ্রিস সীমান্তে একদল অভিবাসন প্রত্যাশী জোরপূর্বক সীমান্ত অতিক্রম করতে চায়। তাদেরকে থামাতে তখন টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ। এতেই আহত হয় নারী ও শিশুসহ বেশ কয়েকজন। টিভি ফুটেজে দেখা গেছে ঘটনাস্থলের বেশ কয়েক স্থানে আগুন জ্বলছে। এ বিষয়ে গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির অভিবাসনমন্ত্রী বলেন, সীমান্ত খুলে দেয়া হয়েছে এটি একটি মিথ্যা খবর। দ্য সান।



 

Show all comments
  • Nozrul Islam ৮ এপ্রিল, ২০১৯, ২:০০ এএম says : 0
    আহ! যতই দিন যাচ্ছে অভিবাসীদের কান্নায় আকাশ বাতাশ ভারি হচ্ছে। এদের দেখার কেউ নাই। একমাত্র আল্লাহই তাদের অভিভাবক।
    Total Reply(0) Reply
  • মিনহাজ উদ্দিন ৮ এপ্রিল, ২০১৯, ২:০০ এএম says : 0
    গুজবে পুরো বিশ্বটাকে অস্থিতিশীল করে তুলেছে। ইন্টারনেট উপকারের চেয়ে যেন ক্ষতিই বেশি দিয়েছে।
    Total Reply(0) Reply
  • মিরাজ আলী ৮ এপ্রিল, ২০১৯, ২:০১ এএম says : 0
    গ্রিসের সীমান্ত খুলে দেওয়াার দাবি জানাচ্ছি। কেউ কারোর জন্য কখনও বোঝা হতে পারে না।
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম ৮ এপ্রিল, ২০১৯, ২:০২ এএম says : 0
    হে আল্লাহ তুমি অসহায় এসব অভিবাসীদের রক্ষা কর।
    Total Reply(0) Reply
  • রুম্মান ৮ এপ্রিল, ২০১৯, ১০:৩০ এএম says : 0
    জাতিসংঘের উচিত বিশ্বের সকল অভিবাসীদের জন্য কিছু করা।
    Total Reply(0) Reply
  • মাসুদ ৮ এপ্রিল, ২০১৯, ১০:৩১ এএম says : 0
    খবর যে কোনটা সত্য আর কোনটা ভুল সেটাই বুঝতেছি না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ