Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভোটের রঙে রঙিন মিষ্টি-মিঠাই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

ভোটের উৎসবে কংগ্রেস, তৃণমূল, সিপিএম ও বিজেপি সমর্থকদের জন্য আলাদা ধরনের মিষ্টির পসরা সাজিয়ে বসেছেন ভারতের পশ্চিমবঙ্গের ময়রারা। ভারতে এ মাসেই সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হতে যাচ্ছে। লোকসভা নির্বাচন ঘিরে সারাদেশেই উৎসব আমেজে চলছে প্রচার। ভোটের প্রচারে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তৃণমূল কংগ্রেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ নানা নেতার ছবি অঙ্কিত শাড়ি কলকাতার বাজারে আসতে দেখা গেছে আগেই, এখন আনন্দবাজার জানাল মিষ্টির খবর। কলকাতার বাংলা দৈনিকটি লিখেছে, ভোটের উৎসবে নিজেদের ব্যবসা জমিয়ে নিতে দলগুলোর নির্বাচনী প্রতীক পদ্ম, জোড়াফুল, কাস্তে হাতুড়ি কিংবা পাঞ্জার ছবি এঁকে মিষ্টি বানিয়েছেন তারা। এই ধরনের মিষ্টান্ন প্রস্তুতকারী ‘ফেলু মোদক’র মালিক অমিতাভ দে বলেন, ‘“ক্রেতাকে নতুন কিছু উপহার দিতেই এই পরিকল্পনা।” তার দোকানে ৩০ গ্রাম থেকে ৫০০ গ্রাম পর্যন্ত ওজনের মিষ্টি মিলছে ৩০ টাকা থেকে ৩০০ টাকা দামে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ