প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : প্রখ্যাত সঙ্গীতশিল্পী দিলরুবা খানের গাওয়া বিখ্যাত গান ভ্রমর কইও গিয়া নতুন সঙ্গীতায়োজনে পুনরায় করতে যাচ্ছেন তিনি। গানটির নতুন শিরোনাম দিয়েছেন ‘ভ্রমর’। গানটির সঙ্গীতায়োজন করেছেন ডিজে রাহাত। তিনি জানান, শিঘ্রই অনলাইনে ভ্রমর-এর ভিডিও প্রকাশ হবে। ইতোমধ্যে কয়েক সেকেন্ডের প্রোমো প্রকাশ হয়েছে। তাতে খালি গলায় পার্কে বসে গাইতে দেখা যায় দিলরুবাকে। মঞ্জু আহমেদের পরিচালনায় গানটিতে মডেল হয়েছেন নাদিয়া খানম। উল্লেখ্য, দুই যুগ আগে দিলরুবার অ্যালবামে গানটি প্রকাশিত হয়েছিল। গানটি এতটাই জনপ্রিয়তা পায় যে, এখনও লোকের মুখে মুখে শোনা যায়। এদিকে দিলরুবার সঙ্গে রাহাত ‘পাগল মন’ গানটির ২৫ বছর পূর্তিতে নতুন সঙ্গীতায়োজনে প্রকাশ করেন। ২০১৫ সালের ২৪ অক্টোবর প্রকাশ হওয়ার পর গানটি এ পর্যন্ত দেখা হয়েছে ৩ লাখ ৪০ হাজারের বেশিবার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।