Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূমিধস জয়ে ফিরলেন নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট নাশিদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

মালদ্বীপের নির্বাসিত নেতা ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের রাজনৈতিক দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) দেশটির পার্লামেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে। নির্বাসন থেকে দেশে ফেরার মাত্র পাঁচ মাসের মধ্যে পার্লামেন্ট নির্বাচনে বীরের বেশেই ফিরলেন এই মালে নেতা। রোববার পার্লামেন্টের প্রাথমিক ফলাফলে তার দল এগিয়ে রয়েছে বলে বার্তাসংস্থা এএফপি খবর দিয়েছে। আবারো গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে ৫১ বছর বয়সী মোহাম্মদ নাশিদের মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি ৮৭ আসনের পার্লামেন্টের দুই তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের বাধ্যতামূলক পদত্যাগের পর শনিবার প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনকে মোহাম্মদ নাশিদের জন্য জন-মতামতের পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে। পাঁচ বছর মেয়াদ পূর্ণ করার পর স্বৈরশাসক আব্দুল্লাহ ইয়ামিন পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন; তার বিরুদ্ধে অর্থ-পাচার ও আত্মসাতের অভিযোগে মামলা বিচারাধীন রয়েছে। গত সেপ্টেম্বরে নির্বাসন থেকে দেশে ফিরে আসেন মোহাম্মদ নাশিদ। কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন এমডিপির নেতা নাশিদকে নির্বাচনে নিষিদ্ধ করেন। কিন্তু শনিবারের নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, ৮৭ আসনের পার্লামেন্টের ৫০টিতে জয়ী হতে যাচ্ছে এমডিপি। তবে বেসরকারি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, এমডিপি ৬৮ আসনে জয় পেতে পারে। শনিবার রাজধানী মালেতে মোহাম্মদ নাশিদ সমর্থকদের উদ্দেশে বলেছেন, নতুন এক সূর্যোদয়কে স্বাগত জানাতে যাচ্ছে মালদ্বীপ, সুবর্ণ হলুদ সূর্যোদয়। মোহাম্মদ নাশিদের রাজনৈতিক দল এমডিপির দলীয় রঙ হলুদ। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ