মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফ্রিকার দেশ সুদানে প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। শনিবার তারা দেশটির সেনা সদর দফতরেও হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে নিরাপত্তা বাহিনী। গ্রেফতারও করা হয়েছে কয়েকজনকে। দেশটিতে ৩০ বছর ধরে ক্ষমতায় আছেন ওমর আল বশির। ২০ বছর আগে জারি করা মার্কিন নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। বেড়ে গেছে জীবনযাত্রার ব্যয়। এই সংকট নিরসনে প্রেসিডেন্ট এর পদত্যাগের দাবিতে জড়ো হয়েছে হাজারো মানুষ। দেশটির সেনাবাহিনীকে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে সদর দফতরে জড়ো হয় বিক্ষোভকারীরা। সেসময় ফ্রিডম ফ্রিডম, জাস্টিসসহ বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন তারা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।