মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কাশ্মীরের ওয়ারপোরা গ্রামের নিজ বাড়িতে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে ছুটিতে থাকা এক ভারতীয় সেনা সদস্যকে। স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মোহাম্মদ রফিক ইয়াতু নামের এই সেনা সদস্যকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাত বছর আগে সেনা বাহিনীতে যোগ দেওয়া মোহাম্মদ রফিক ইয়াতু উত্তর কাশ্মীরে মোতায়েনকৃত ৫২ রাষ্ট্রীয় রাইফেলস-এ কর্মরত ছিলেন। পাঁচদিন আগে ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সেনা সদস্যকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার পর ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে সেনা ও পুলিশ সদস্যরা। কয়েকদিন আগে ওই গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দুই দিন ধরে চলা বন্দুকযুদ্ধে দুই বিদ্রোহী নিহত হয়। কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মীরকে পাকিস্তানের অঙ্গীভূত
করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামীকিকরণ হয়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।