Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পা জোড়া করেছিলেন : বিচারক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

ধর্ষণের শিকার হওয়ার সময় বাধা দিয়েছিলেন? পা জোড়া করেছিলেন? ধর্ষিতাকে এই ধরনের প্রশ্ন করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের একজন বিচারক। আদালতে বাদিকে এসব প্রশ্নের দায়ে তিন মাসের জন্য বেতনহীন সাসপেনশনের মুখে পড়তে পারেন এই বিচারক। নিউ জার্সির জন রুসো নামের এই বিচারকের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই নানা ধরনের অভিযোগ উঠছে। তবে সর্বশেষ বিতর্কিত এই প্রশ্নের জন্য তার বিরুদ্ধে ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বিচারক প্রথমেই নারীকে জিজ্ঞাসা করেন, ‘আপনার আপত্তি সত্তে¡ও কেউ আপনার সঙ্গে সহবাস করতে চাইছে। তখন আপনি কী করবেন?’ ওই নারী উত্তর দেন, ‘না, না, বলে চেঁচাব। হামলাকারীকে মারব। ছুটে পালানোর চেষ্টা করব।’ এই উত্তরে সন্তুষ্ট হননি বিচারপতি। ফের জিজ্ঞাসা করেন, ‘আর কিছু করবেন না? আর কিছু করতে জানেন না?’ এমন প্রশ্নে আমতা আমতা করে তিনি উত্তর দেন, ‘না, এটুকুই...।’ বিচারক তখন বলেন, ‘কেন, গোপনাঙ্গকে কীভাবে রক্ষা করতে হয় জানেন না? পা জোড়া করে রাখেননি?’ তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বিচারকের এই মন্তব্যে দৃশ্যতই বিচলিত হয়ে পড়েন ওই নারী। কমিটির সদস্যদের কথায়, ‘একটি খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়ে ওই নারী ন্যায়বিচারের আশায় আদালতে গিয়েছিলেন। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ