Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘূর্ণিঝড়ের সময় গাছেই সন্তান প্রসব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

মোজাম্বিকে সম্প্রতি সাইক্লোন ইদাই আঘাত হানার পর বন্যা থেকে বাঁচতে এক সন্তানসম্ভবা নারী একটি আম গাছে আশ্রয় নিয়েছিলেন। আমেলিয়া নামের ওই নারীর সঙ্গে কেবল তার দুই বছরের ছেলে ছিল। এমন অবস্থায় তার প্রসব বেদনা উঠলে আমেলিয়া ওই আম গাছেই সারা নামে এক কন্যা সন্তানের জন্ম দেন। ওই ঘটনার দুইদিন পর আমেলিয়ার প্রতিবেশীরা তার দুই সন্তানসহ তাকে উদ্ধার করে। আমেলিয়া বলেন, আমি আমার দুই বছরের ছেলেকে নিয়ে বাসায় ছিলাম। হঠাৎ করেই ঘরের মধ্যে পানি প্রবেশ করতে শুরু করে। তখন আমি উপায়ন্তর না দেখে একটি গাছে উঠে পড়ি, এসময় আমার সঙ্গে শুধু আমার ছেলে ছিল। আমেলিয়া ও দুই সন্তানসহ তারা এখন নিকটবর্তী ডোম্বে এলাকায় একটি অস্থায়ী কেন্দ্রে অবস্থান করছেন এবং মা ও সদ্য জন্ম নেয়া সন্তান সুস্থ আছে। মোজাম্বিকে এর আগে প্রায় ২০ বছর আগে এমন আরেকটি ঘটনা ঘটেছিল। ওইসময় দক্ষিণাঞ্চলীয় মোজাম্বিকে বন্যায় সময়ে একজন সন্তানসম্ভবা নারী গাছে আশ্রয় নেয়ার পর রোজিটা মাবুইয়ানগো নামের এক কন্যা সন্তানের জন্ম দেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ