Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৯, ৮:৫৯ পিএম

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় আগুনে পুড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের গাজিরহাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গাজিরহাট গ্রামের আখতার হোসেনের রান্নাঘর হতে শয়ন ঘরে আগুন লাগে।

আগুনে আকতার হোসেনের ৪ মাস বয়সী শিশুপুত্র আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়।এছাড়াও ঘরে রক্ষিত কাপড় চোপড় ধান চাল সহ সর্বস্ব পুড়ে যায়।
ঘটনার সময় শিশুটির মা বিশেস কাজে বাইরে গেলে ঘরে হঠাৎ আগুন লাগে এবং শিশু ইউসুফ মারা যায়।

স্থানীয়রা ছুটে এসে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরের ভেতরে থাকা শিশুটি পুড়ে মারা যায়। আগুনে ওই পরিবারের আসবাবপত্র ধান চাল সহ আনুমানিক ৮০ হাজার টাকার মালামাল পুড়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় নন্দুয়ার ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান ,সম্ভবত রান্নাঘর হতে আগুনের সুত্রপাত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ