Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নোটবুক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

২০০৭ থেকে ২০০৮৮ সালের কাশ্মীর। কবির (জহির ইকবাল) সেনাবাহিনী থেকে বাদ পড়ার পর তার চাচার অনুরোধে তার জন্মস্থানে ফিরেছে। তার চাচা সেখান স্কুল চালায় কিন্তু পরিবারের কারণে তা তার জন্য কঠিন হয়ে পড়েছে। ফিরদৌস (প্রনুতন বেহল) নামে আরেক শিক্ষিকা তার হয়ে স্কুলটি দেখাশোনা করে। কবির স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেয়। আর ফিরদৌসের সঙ্গেও তার বন্ধুত্ব হয়ে যায়। একদিন কবির ফিরদৌসের একটি নোট লেখার খাতা হাতে পায়। অন্যায় জেনেও সে সেটি পড়তে শুরু করে। আর প্রতিটি পাতা পড়ে আর তার কাছে এক নতুন জগত খুলে যায়। স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে তার সম্পর্ক আর তাদের শিক্ষা দিতে তার সংগ্রামের প্রতিটি বিবরণ রেখেছে সে। জীবন সম্পর্কেই নতুন ধারণা পায় কবির। ফিরদৌসের প্রেমে পড়ে যায় সে। কিন্তু একদিন ফিরদৌস হারিয়ে যায়। কবির সন্ধান শুরু করে তার। সে কি তাকে পারে নাকি তার প্রেম শুধু একটি নোটবুকের পাতা হয়ে থাকবে?
বলিউড শীর্ষ পাঁচ
১ জাংলি
২ কেসরী
৩ বদলা
৪ লুকা ছুপ্পি
৫ নোটবুক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোটবুক

৮ এপ্রিল, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ