Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনপ্ল্যানড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

চাক কনজেলম্যান এবং ক্যারি সলোমন পরিচালিত ড্রামা ফিল্ম ‘আনপ্ল্যান্্ড’। কনজেলম্যান ও সলোমন যৌথভাবে পূর্ণদৈর্ঘ্য ‘দি ইনসেশেবল’ (২০০৬) এবং স্বল্পদৈর্ঘ্য ‘দ্য ডলহাউস’ (২০০২) পরিচালনা করেছেন। অ্যাবি জনসন (অ্যাশলি ব্র্যাচার) যুক্তরাষ্ট্রে প্ল্যান্্ড প্যারেন্টহুড ক্লিনিক পরিচালকদের মধ্যে সর্বকনিষ্ঠদের একজন। তার ছোট ক্যারিয়ারে সে ২২,০০০ গর্ভপাত তদারক বা রোধ করেছে। একসময় সে গর্ভপাত বিরোধী আন্দোলন শুরু করে। এই আন্দোলনের মুখপাত্র হয়ে ওঠে অ্যাবি। গর্ভপাতকে আইনত নিষিদ্ধ করার জন্য সে সোচ্চার। এই সময় তার কাছে এমন একটি কেস আসে যে তাকে অন্যভাবে ভাবনাচিন্তা শুরু করতে হয়। যে আন্দোলনের জন্য জীবন উৎসর্গ করবে বলে সে ঠিক করেছিল সে কি তার বিরুদ্ধাচরণ করবে?
হলিউড শীর্ষ পাঁচ
১ ডাম্বো
২ আস
৩ ক্যাপ্টেন মারভেল
৪ আনপ্ল্যান্্ড
৫ ফাইভ ফিট অ্যাপার্ট

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনপ্ল্যানড

৮ এপ্রিল, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ