Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় ৪০০ ক্যান বিয়ার ও ১৭ বোতল বিদেশী মদ উদ্বার করেছে র‌্যাব - ৮

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৯, ৪:৪৬ পিএম

ভোলায় ৪০০ ক্যান বিয়ার ও ১৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাট্যালিয়ন র‌্যাব-৮।

রবিবার সাড়ে ১১টার দিকে ভোলা সদর থানা সংলগ্ন ভোলা ক্লাব নামের একটি ক্লাব থেকে এ সকল মদ উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-৮ এর এ এসপি মোঃ এস্তেখারুজজামান বলেন, গোপন সংবাদের ভিত্ততে র‌্যাব-৮ এর একটি দল ভোলা শহরের থানার সামনে ভোলা ক্লাব নামের একটি ক্লাবে অভিযান চালায়। এ সময় ক্লাবের আলমারিতে থাকা ৪০০ ক্যান বিদেশী বিয়ার ও ১৭ পিজ বিদেশী মদ উদ্ধার করে। এ সময় এর সাথে জড়িত থাকার অভিযোগে ওই ক্লাবেরই মো: মঈন উদ্দিন (৫৫) ও মজিবর (৪৮) কে আটক করা হয়েছে।

এদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ