Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিরোপার খুব কাছে জুভেন্টাস

সেরি আ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৯, ১:৪০ এএম

নিজেদের জয় নয়, রোববার জেনোয়ার কাছে নাপোলি হারলেই টানা অষ্টমবারের মতো সেরি আ শিরোপা ঘরে তুলবে জুভেন্টাস। দারুণ এক জয় দিয়ে তবে তার আগে অবশ্য নিজেদের কাজ এগিয়ে রেখেছে তুরিনের ক্লাবটি।

জুভেন্টাস স্টেডিয়ামে শনিবার স্থানীয় সময় বিকালে ২-১ গোলে জিতে স্বাগতিকরা। নভেম্বরে লিগের প্রথম পর্বে মিলানের মাঠে ২-০ গোলে জিতেছিল প্রতিযোগিতার গত সাতবারের চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকা মিলান ৩৯তম মিনিটে এগিয়ে যায়। সতীর্থের ছোট পাস ডি-বক্সের মুখে পেয়ে ভিতরে ঢুকেই ডান পায়ের নিচু শটে গোলটি করেন পোলিশ ফরোয়ার্ড পিওনতেক।

এরই সঙ্গে ২১ গোল নিয়ে সাম্পদোরিয়ার ফরোয়ার্ড ফাবিও কুয়াইয়েরেল্লার সঙ্গে যৌথভাবে গোলদাতার তালিকায় শীর্ষে উঠলেন তিনি।

দিবালার সফল স্পট কিকে ৬০তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। ডি-বক্সে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ফাউলের শিকার হলেই পেনাল্টিটি পায় তারা।

আর ৮১তম মিনিটে জয়সূচক গোলটি করেন কেন। মিরালেম পিয়ানিচের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

লিগে এই নিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন কেন। এরই সঙ্গে এই শতাব্দীতে পল পগবার পর দ্বিতীয় টিনএজার হিসেবে সেরি আর এক মৌসুমে জুভেন্টাসের হয়ে পাঁচ গোল করার কীর্তি গড়লেন প্রতিভাবান ইতালিয়ান এই ফরোয়ার্ড।

সেরি আয় ঘরের মাঠে এসি মিলানের বিপক্ষে এই প্রথম টানা আট ম্যাচে জিতল জুভেন্টাস। এর আগে ১৯৩১ থেকে ১৯৩৭ সালের মধ্যে টানা সাত ম্যাচ জিতেছিল তারা। 

৩১ ম্যাচে ২৭ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৮৪। ২১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা নাপোলি।

এই নিয়ে লিগে টানা পাঁচ ম্যাচ রোনালদোকে ছাড়া খেলল জুভেন্টাস। গত মাসের আন্তর্জাতিক বিরতিতে সার্বিয়ার বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচে ডান পায়ে চোট পান পর্তুগিজ ফরোয়ার্ড। আর এই সুযোগে নিজের জাত চিনিয়েই চলেছেন তরুণ ফরোয়ার্ড কেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ