Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যালয় ভবনের পলেস্তারা খসে ছাত্রী নিহত আহত ৯

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তারা খসে ৩য় শ্রেণীর ছাত্রী মানসুরা নিহত ও ৯ জন আহত হয়েছে। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার দুপুরে।
জানা গেছে, শনিবার ওই বিদ্যালয়ে প্রথম সিফটের ক্লাসশেষে দ্বিতীয় সিফটের ক্লাস শুরু হয়। দুপুর সাড়ে ১২ টায় তৃতীয় শ্রেনীর বাংলা বিষয়ের ক্লাশ চলছিল। ওই শ্রেনীর ১৯ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। এ সময় বিদ্যালয় ভবনের ওই কক্ষের ছাদের ভীমের পলেস্তারা ভেঙ্গে শিক্ষার্থীদের মাথায় পড়ে। এতে ১০ শিক্ষার্থীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগে আহত হয়। গুরুতর আহত মানসুরা, সাদিয়া, ইসমাইল ও রুমাকে দ্রুত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ছুরিকাটা নামক স্থানে আহত মানসুরার মৃত্যু হয়। আহত সাদিয়া, ইসমাইল ও রুমাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত রোজমা ও শাহিনসহ চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। স্কুলছাত্রী নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। অভিভাবকরা ভবন নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান ও প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তির দাবী করেছেন। নিহত মানসুরার বাড়ি উপজেলার গেন্ডামার গ্রামে। তার বাবার নাম নজির তালুকদার। মানসুরা তৃতীয় শ্রেনীর ছাত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যালয় ভবনের পলেস্তারা খসে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ